অবসরের পর কী করবেন 'চাকদহ এক্সপ্রেস'

অবসরের পর কী করবেন 'চাকদহ এক্সপ্রেস'
26 Sep 2022, 03:05 PM

অবসরের পর কী করবেন 'চাকদহ এক্সপ্রেস'

 

আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে কলকাতায় ফিরলেন ঝুলন গোস্বামী। সোমবার সকালে বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন সিএবি কর্তারা। এছাড়া অনেক খুদে মহিলা ক্রিকেটারও ঝুলন দিদিকে বরণ করে নিতে বিমানবন্দরের উপস্থিত হন।

এ দিন কলকাতায় ফিরে ঝুলনকে তাঁর ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে, তিনি জানান, আপাতত তিনি কিছু ভাবতে চান না৷ আগামী কয়েকদিন সম্পূর্ণভাবে আরাম করবেন৷ কলকাতায় থেকে পুজো উপভোগ করবেন৷ তবে, বাংলার ক্রিকেটে নতুন প্রতিভাদের তুলে আনতে তিনি আগামী দিনে কাজ করবেন বলে জানিয়েছেন ৷ আর ঘরোয়া ক্রিকেটে বাংলা দলের সঙ্গে আপাতত থাকবেন বলে জানিয়েছেন ঝুলন গোস্বামী৷ জীবনের আক্ষেপের প্রসঙ্গে 'চাকদহ এক্সপ্রেস'-এর বক্তব্য, "বিশ্বকাপের ট্রফিটা নিয়ে এসে যদি এখানে দাঁড়িয়ে কথা বলতে পারতাম, আরও ভালো হত।"

ঝুলনকে সম্মান জানিয়ে অভিষেক ডালমিয়া সাংবাদিকদের জানান, "ঝুলন একজন লেজেন্ড। সে অবসর নিয়েছে, তাকে কোথায় সংবর্ধিত করা হবে, সেই বিষয়ে তার সঙ্গে আলোচনা করার পরেই আমরা সিএবির তরফ থেকে তাকে সংবর্ধিত করব।"

তাঁর অবসর প্রসঙ্গে অভিষেক ডালমিয়া জানান, "প্রত্যেক খেলোয়াড়ের জন্য ওটা আবেগঘন মুহূর্ত। আমরা ঝুলনদিকে মাঠে মিস করবো। ওনার ডেডিকেশানকে আমরা ফলো করব।" ইডেনের ময়দানে জীবনের শেষ ম্যাচ খেলে ফিরে এসে ঝুলনের বক্তব্য, "আমি খুব ভাগ্যবান যে, লর্ডসের মতো মাঠে কেরিয়ার শেষ করতে পেরেছি।"ইডেনে হবে ঝুলনের নামে স্ট্যান্ড, আমি ভাগ্যবান বললেন চাকদা এক্সপ্রেস

এদিন অভিষেক ডালমিয়া বলেন, 'ইডেন গার্ডেন্সে ঝুলনের নামে একটা স্ট্যান্ড করার ইচ্ছা আছে। ও স্পেশাল ক্রিকেটার এবং কিংবদন্তিদের সঙ্গে থাকার অধিকার আছে। অনুমতির জন্য আমরা দ্রুত আর্মির সঙ্গে কথা বলব। বার্ষিক অনুষ্ঠানে ঝুলনকে বিশেষ সংবর্ধনা দেওয়ারও পরিকল্পনা রয়েছে।

Mailing List