মুম্বই ম্যাচ হারের জন্য কোন কারণকে দায়ী করলেন ফেরান্দ?

মুম্বই ম্যাচ হারের জন্য কোন কারণকে দায়ী করলেন ফেরান্দ?
আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: মুম্বই কাঁটাতে এবারও বিধল সবুজ মেরুনের। তবে হারার মতো ম্যাচ খেলেনি ফেরান্দর দল। বরাবরের মতোই অসংখ্য গোলের সুযোগ নষ্ট করে ফেরান্দোর দল। দলে একজন যথার্থ নাম্বার নাইন নেই বলেই এমনটা হচ্ছে বলে বিশেষজ্ঞদের অনেকের অভিযোগ। কিন্তু তা মানতে রাজি নন স্প্যানিশ কোচ।
এই হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে সেই চোট-আঘাত সমস্যাকেই টেনে আনেন কোচ। বলেন, “চেন্নাইন এফসি-র বিরুদ্ধে প্রথম ম্যাচের পরে আমরা আর কখনও একসঙ্গে ছজন বিদেশি ফুটবলারকে পাইনি। এই প্রথম একসঙ্গে ছজনকে পেলাম। তা ছাড়া আগেও বলেছি, এত খেলোয়াড়ের চোট-আঘাত সমস্যা ছিল আমাদের যে, ঠিকমতো সবাইকে নিয়ে অনুশীলনও করতে পারিনি একসঙ্গে। এটা অজুহাত নয়। তবে এটাই সত্যি। ৯-১০ জন খেলোয়াড়কে নিয়ে তো আর কোনও ম্যাচের জন্য ঠিকমতো প্রস্তুতি নেওয়া যায় না। আমি বরং খুশি আমার দলের ছেলেরা তাদের দৃঢ় চরিত্রের পরিচয় দিয়েছে, নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার চেষ্টা করেছে”।
সদ্য দলে যোগ দেওয়া দুই নতুন বিদেশি তারকার মধ্যে এ দিন শুধু ফেদরিকো গালেগোকে দেখা যায়, তাও শেষে মাত্র ১৫ মিনিটের জন্য স্লাভকো দামজানোভিচ এ দিন রিজার্ভ বেঞ্চেই থেকে যান।
এই জয়ের ফলে ১৪ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে এক নম্বরেই থাকল। এটিকে মোহনবাগান ১৩ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে থাকল লিগ টেবলের চার নম্বরে। মুম্বইয়ে গিয়ে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে ড্র করে এলেও ঘরের মাঠে তাদের হারাতে পারল না এটিকে মোহনবাগান। শনিবার কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে দুই দলের মধ্যে ৯০ মিনিটের রোমহর্ষক লড়াইয়ের পরে ১-০-য় জিতল মুম্বই সিটি এফসি। ২৯ মিনিটের মাথায় লালিয়ানজুয়ালা ছাঙতের গোলে চলতি লিগে তাদের এগারো নম্বর জয়টি তুলে নেয় লিগ শীর্ষে থাকা মুম্বই সিটি এফসি। এই নিয়ে টানা ন’টি ম্যাচে জিতল তারা। এই জয়ের সঙ্গে সঙ্গে নক আউটে পাকাপাকি জায়গা করে নিল তারা।


