সেরা ৬-এ জায়গা করে নেওয়ার জন্যে বিচারক শান্তনু মৈত্রের দেওয়া কোন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হল সারেগামাপা-এর প্রতিযোগীরা?

সেরা ৬-এ জায়গা করে নেওয়ার জন্যে বিচারক শান্তনু মৈত্রের দেওয়া কোন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হল সারেগামাপা-এর প্রতিযোগীরা?
আনফোল্ড বাংলা প্রতিবেদন: সেরার শিরোপা এখন মাত্র কয়েক পর্বের দূরত্ব মাত্র। জি-বাংলা সারেগামাপা-তে হাড্ডাহাড্ডি লড়াই জমে উঠেছে। এই সপ্তাহে দেখা যাবে কারা সেরা ৬-এ জায়গা করে নিতে পারেন। কিন্তু তার আগে প্রতিযোগীদের টপকাতে হবে কঠিন চ্যালেঞ্জ।
সেরা ৬-এ যাওয়ার জন্য সারেগামাপা-র প্রতিযোগীদের মুখোমুখি হতে হবে শান্তনু মৈত্রের দেওয়া নতুন চ্যালেঞ্জের। কী চ্যালেঞ্জ দিলেন তিনি? বিচারকদের মতে সমস্ত প্রতিযোগীকে গাইতে হবে দুটি করে গান। কিন্তু কি গান? সেখানেও আছে চমক! রেট্রো বনাম আধুনিকের লড়াই জমবে এবার মঞ্চে। সমস্ত প্রতিযোগীকে গাইতে হবে একটি করে পুরনো দিনের গান, একটি করে নতুন দিনের গান।
শুক্রবার, ২০শে জানুয়ারি জি বাংলার তরফে সারেগামাপা-র একটি প্রোমো ভিডিও পোস্ট করা হয়। সেখানে দেখা যায় নেপথ্য কণ্ঠে বেজে উঠেছে, 'সারেগামাপা-র মঞ্চে নতুন চ্যালেঞ্জ।' এরপরই শান্তনু মৈত্রকে দেখা যায়। সেখানে তিনি বলেন, 'প্রতি প্রতিযোগী দুটি করে গান গাইবে। নতুন এবং পুরনো।' এই চ্যালেঞ্জ শুনেই প্রতিযোগীদের বেশ চাপে পড়তে দেখা যায়।
এরপর প্রোমো ভিডিয়োতে অ্যালবার্ট কাবোকে মঞ্চে পারফর্ম করতে দেখা যায়। এদিন তিনি পুরনো গানের মধ্যে 'কৌন হ্যায় জো সাপনো মে আয়া' গানটি গান। অন্যদিকে নতুন গানের মধ্যে তিনি গান 'খেয়রিয়ত পুছো' গানটি। এই দুটি গান গেয়ে কি তিনি টপ সিক্সে জায়গা করে নিতে পারবেন? সেটা ২১ ও ২২শে জানুয়ারি অর্থাৎ আগামী শনি ও রবিবার দেখা যাবে। অনেকেই এই পোস্টে কমেন্ট করেছেন। এই ব্যক্তি লেখেন, 'কাবো আমার পছন্দের।' আরেক ব্যক্তি লেখেন, 'কাবোকে পারতেই হবে।'


