এবার কী তবে মারমুখী হচ্ছে বঙ্গ বিজেপি! হাতে চুড়ি পরে নেই, সাফ জানালেন সুকান্ত

এবার কী তবে মারমুখী হচ্ছে বঙ্গ বিজেপি! হাতে চুড়ি পরে নেই, সাফ জানালেন সুকান্ত
আনফোল্ড বাংলা প্রতিবেদন: এবার কী তবে মারমুখী হচ্ছে বঙ্গ বিজেপি। একের পর এক সভার বক্তব্য থেকে যেন তেমনটাই উঠে আসছে। এবার আরও একধাপ এগিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সাফ জানালেন, তাঁরা চুড়ি পরে বসেই। মারের পাল্টা এবার মারই হবে। এমনকী, বিডিও-পুলিশকে দালাল বলতেও ছাড়লেন। তাঁদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার নির্দেশও দিয়ে দিলেন সুকান্ত মজুমদার।
সোমবার সকালে বাঁকুড়া ২ নম্বর ব্লকে আকুইবাদ গ্রামে কর্মীসভা থেকে সুকান্ত মজুমদার বলেন, ‘‘পুলিশ বলে বিজেপিকে মার, বিজেপিকে কেস দে, বিজেপিকে এটা কর। আর বিডিও-দের কী বলব। বেচারা দিদির অফিসার। এরা ভোটের সময় যদি তৃণমূলের হয়ে দালালি করে, তাহলে আপনারা ভুলে যাবেন, এরা বিডিও বা পুলিশ। এরা দালাল। দালালকে কিভাবে ট্রিটমেন্ট করতে হয় সেইভাবেই আপনারা ট্রিটমেন্ট করবেন। পার্টি আপনাদের সঙ্গে আছে। আপনাদের সামনে এত বিধায়ক, সাংসদ, নেতা রয়েছে। তারা কী সব হাতে চুড়ি পরে বসে রয়েছে নাকি। একটা কর্মীর গায়ে যদি হাত পড়ে তাহলে আমি বলছি, আমরা গণতন্ত্রে বিশ্বাসী, কিন্তু আমাদের ভদ্রতাকে দুর্বলতা বা চুড়ি পরে বসে আছি ভাবা উচিত না। আমরা মারামারি পছন্দ করি না। কিন্তু আমার ঘর যদি কেউ পোড়াতে আসে কী করা উচিত, আপনাকে যদি সাপ কামড়াতে আসে কী করা উচিত। সাপটাকে মারা উচিত তো। নাহেলও তাড়ানো উচিত। কমসে কম লেজটা কেটে দিয়ে। আপনারাও সেটাই করবেন।’’
অন্যদিকে এদিনই বিষ্ণুপুর বিডিও অফিসের সামনে দাঁড়িয়ে পুলিশকে জুতো মারারও হুমকি দিতে শোনা গেল বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁকে। তিনি প্রকাশ্যে বলেন, 'আমি পুলিশকে বলে দিচ্ছি। আমাদের বাধা দিলে আমরা ছেড়ে কথা বলবো না। আমরা জুতোও মারতে পারি।'


