গানের কী ভাষা লাগে নাকি সুর? ভারতীয় ছেলেমেয়েরাও যে হাবুডুবু খাচ্ছে BTS প্রেমে

গানের কী ভাষা লাগে নাকি সুর? ভারতীয় ছেলেমেয়েরাও যে হাবুডুবু খাচ্ছে BTS প্রেমে
শ্রীপর্ণা মিত্র মজুমদার
নতুন স্কুলে জয়েন করার পর থেকেই নানা সময়ে সহকর্মীরা আমাকে লেখার নানা টপিক দিয়ে থাকে। এর আগে বেশ কিছু লেখা আমি ওদের দেওয়া তথ্যের ভিত্তিতেই লিখেছি। সেই সূত্রে এই লেখার অবতারণা।
তাদের কথায় BTS একটি কোরিয়ান ব্যান্ড যারা গান গায়। তারা ইতিমধ্যেই ভারতবর্ষে অত্যন্ত জনপ্রিয় হয়ে গেছে, এমনকি গোটা পৃথিবীতে তাদের অগুনতি fan, follower. বিশেষ করে teenager রা। গোটা বিশ্বের ১২ থেকে ৩২, বিশেষ করে মেয়েরা এই টিমের মেম্বারদের জন্য পাগল। গান শোনা ছাড়াও ওরা ওদের look, fashion কে নকল করে। ঐ ভাবে hair cut, hair colour করে। ওই ধরনের নেপালি চেহারার ছেলেদের প্রেমে নাকি সহজেই পড়ে যাচ্ছে এই সব সদ্য যুবতীরা। BTS এর craze এখন এমন পর্যায়ে যে দোকানে দোকানে BTS চাবির রিং, স্টিকার বিক্রি হচ্ছে। BTS এর ফ্যানরা নিজেদের পরিচয় দেয় BTS ARMY বলে। Adorable Representative MC for Youth, in short ARMY. সারা পৃথিবীতে ওদের shows এখন হাউসফুল।
এখন লিখতে যখন বসব পর্যাপ্ত তথ্য না হলে কি করে হয়? তাই গত কয়েকদিন সমানে google, news paper ঘেঁটেছি, ফোনে কথা বলেছি বেশ কিছু Teenager ছাত্রীদের সাথে, এমন কিছু ঘনিষ্ঠ বান্ধবীদের সাথে যাদের ছেলে মেয়েরা BTS অনুগামী। তাতে যা বুঝলাম ঠোঁটে লিপস্টিক, চুলে মেয়েলি কাট, রং, কানে দুল, গলায় চোকার পরা 25 থেকে 30 বছর বয়সী গায়করা তরুণ অপেক্ষা তরুনীদেরই আকর্ষণ করছে বেশি। অনেকের মতে, "ওই মেয়েলি ছেলেগুলো অসহ্য!!!" আবার অনেকে বলছেন গানের concept গুলি খুবই relatable, ওদের গান মানুষকে motivate করে জীবনের খারাপ সবকিছুকে তুচ্ছ করে এগিয়ে যেতে। ভাষাও বাঁধা হয়ে দাঁড়ায়নি। কোরিয়ান গান শুনছে সারা বিশ্বের মানুষ।
এই ব্যান্ডের জন্ম ২০১৩ সালে সিওল, দক্ষিণ কোরিয়ায়। এরা generally পপ, হিপ হপ এই টাইপের গান করে। এরা অসংখ্য বিশ্ব রেকর্ড ভেঙে দিয়ে নিজেদের 21 শতকের পপ আইকন হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তাদের স্বরচিত গান, সুন্দর মনমুগ্ধকর performance আর ভক্তদের সাথে interaction এর মাধ্যমে তারা জগৎবিখ্যাত হয়ে গেছে।
এই BTS এর Full Form হল Bangton Boys / Bangton Sonyandan ( অর্থাৎ Bulletproof Boy scouts). এই গ্রুপে যে সাত জন রয়েছে তারা হলো- জিন, সুগা, জে হোপ, আর এম, জিমিন, ভি, জং কুক। ইউটিউবে এদের গানের viewers সবচাইতে বেশি।
২০১৩ সালে 2 cool 4 school নামক অ্যালবাম বের করেই বিখ্যাত হয়ে যায় BTS. সারা বিশ্বে এখন কোটি কোটি ভক্ত তাদের। 2017 সালের Love Yourself এই অ্যালবামটিও খুবই বিখ্যাত হয়। No more dream নামক অ্যালবামটির ৫০ হাজার কপি বিক্রি হয়, প্রথম ইংরেজি ভাষায় তারা গান করেন "ডায়নামাইট" নামের একটি অ্যালবামে।
BTS এর এত popularity বা জনপ্রিয়তার কারণ কি? এতে অনেকেই বলেন BTS অন্যান্য ব্যান্ডের চিরাচরিত ধারণা থেকে সরে এসে মনস্তাত্ত্বিক বিষয়ে, নিজেকে ভালোবাসার বিষয়ে ও সাহিত্য নিয়ে তাদের গান রচনা করে। ফলে সারা বিশ্বের মানুষ কোরিয়ান ভাষা না বুঝলেও গানের Rhythm, music এ পাগল। আর শুধু কোরিয়ান গান নয়,কোরিয়ান ড্রামা ও web series সবই নাকি জনপ্রিয়তার শীর্ষে এখন।
তাহলে আরো একবার প্রমান হল গানের ভাষা বড় কথা নয়, বড় হল তার মোহময়তা, সুর, জাদু যাতে মাতোয়ারা গোটা দুনিয়া।
লেখক: শিক্ষিকা, জলপাইগুড়ি


