কৃষিক্ষেত্রে সারের বর্তমান অবস্থা কী? পর্যালোচনা বৈঠকে বসতে চলেছে রাজ্য সরকার

কৃষিক্ষেত্রে সারের বর্তমান অবস্থা কী? পর্যালোচনা বৈঠকে বসতে চলেছে রাজ্য সরকার
09 Nov 2023, 01:35 PM

কৃষিক্ষেত্রে সারের বর্তমান অবস্থা কী? পর্যালোচনা বৈঠকে বসতে চলেছে রাজ্য সরকার

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: আগামী রবি মরসুমের আগে কৃষিক্ষেত্রে সারের বর্তমান অবস্থা নিয়ে রাজ্য সরকার পর্যালোচনা বৈঠকে বসতে চলেছে। কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের নেতৃত্বে সচিব ওঙ্কার সিং মিনার উপস্থিতিতে বৃহস্পতিবার নবান্ন থেকে প্রস্তাবিত এই ভার্চূয়াল বৈঠকে জেলার কৃষি আধিকারিকরা ছাড়াও বিভিন্ন সার উৎপাদনকারী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। উল্লেখ্য, রাজ্যের চাহিদা অনুযায়ী সার না মেলায় তা দেওয়ার আবেদন জানিয়ে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ইতিমধ্যেই কেন্দ্রীয় রসায়ন ও সার মন্ত্রককে চিঠি দিয়েছেন।  

নবান্ন সূত্রের খবর, মুখ্যসচিব কেন্দ্রকে এই চিঠি লিখেছেন ১ নভেম্বর। তাতেই পরিষ্কার বলা হয়েছে, গত আগস্ট মাসে অনুষ্ঠিত আঞ্চলিক সম্মেলনে বাংলাকে ৫ লক্ষ মেট্রিক টন এনপিকে সার দেওয়ার কথা স্বীকার করেছিল কেন্দ্র। তা সত্ত্বেও নভেম্বর এবং ডিসেম্বর মাসের জন্য প্রয়োজনীয় সার তারা পাঠায়নি। এমনকী, অক্টোবর ও ডিসেম্বর মাসেই তাদের ৩ লক্ষ মেট্রিক টন এই সার পাঠানোর কথা ছিল। তাই প্রয়োজনীয় পরিমাণ সার যত দ্রুত সম্ভব পাঠানোর অনুরোধ জানিয়েছেন মুখ্যসচিব।

Mailing List