আলু সংরক্ষণ নিয়ে বিধানসভায় কী বললেন মন্ত্রী?

30 Nov 2022, 12:18 AM
আলু সংরক্ষণ নিয়ে বিধানসভায় কী বললেন মন্ত্রী?
আনফোল্ড বাংলা প্রতিবেদন: রাজ্য সরকার হিমঘরে আলু সংরক্ষণের সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করেছে। এই মর্মে গত মাসের ১৮ তারিখ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলে রাজ্যের কৃষি বিপণন দপ্তরের প্রতিমন্ত্রী বেচারাম মান্না জানিয়েছেন। আজ রাজ্য বিধানসভায় বিধায়ক মধুসূদন ভট্টাচার্যের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, মিড ডে মিল এবং অন্যান্য কাজের জন্য আলু সংরক্ষণের ওপর জোর দেয়া হয়েছে।
মন্ত্রী বেচারাম মান্না আরও জানান, রাজ্যের হিমঘর গুলিতে মোট ৫৯ লক্ষ ৫৩ হাজার ৮৮৬ মেট্রিক টন আলু মজুত ছিল। এরমধ্যে সামাজিক বিভিন্ন প্রকল্পের জন্য ৪৪ লক্ষ ৪৮ হাজার ৩৮ মেট্রিক টন আলু বার করা হয়েছে।


