প্রশাসক কমিটির পাল্টা দিয়ে কী বক্তব্য জানাল ফিফাকে?

প্রশাসক কমিটির পাল্টা দিয়ে কী বক্তব্য জানাল ফিফাকে?
07 Aug 2022, 10:30 PM

প্রশাসক কমিটির পাল্টা দিয়ে কী বক্তব্য জানাল ফিফাকে?

 

আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ অন্যত্র সরিয়ে নেওয়ার কথাও বলা হয়েছিল। রবিবার পাল্টা চিঠি পাঠিয়ে প্রশাসকদের কমিটির (সিওএ) তরফে আশ্বাস দেওয়া হল ফিফা এবং এএফসি-কে। জানানো হল, এআইএফএফ সঠিক পথেই চলছে। একই সঙ্গে চিঠিতে তুলোধনা করা হল প্রাক্তন সভাপতি প্রফুল্ল পটেলকে।

তবে রাজ্য সংস্থাগুলি যৌথভাবে সুপ্রিম কোর্টের কাছে ফের আবেদন করতে পারেন। ফেডারেশন সূত্রের খবর সোম বা মঙ্গলবার সুপ্রিম কোর্টের কাছে রিভিউ পিটিশন দাখিল করা হতে পারে ।পাশাপাশি সরকারের কাছে আবেদন করা হবে যাতে ফিফার শাস্তি হাত থেকে ভারতীয় ফুটবলকে বাঁচানোর উদ্যোগ নেয়া হয়।

এদিকে, ফিফার সভাপতি পদে বাইচুং ভুটিয়াকে দেখতে চান প্রাক্তন ফুটবলাররা। নতুন সংবিধান অনুযায়ী এআইএফএফের কর্মসমিতিতে ৩৬ জন প্রাক্তন ফুটবলার রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যে কেউ সভাপতি পদে লড়তে পারেন।

আসলে ফেডারেশনে তৃতীয় পক্ষের হস্তক্ষেপে বিরক্ত ফিফা। তাঁদের কথা না মেনে চললে, অক্টোবরে আয়োজিত মহিলাদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ভারত থেকে সরিয়ে নেওয়া হতে পারে। এমন হুমকিও তাদের তরফে দেওয়া হয়েছে। একই সঙ্গে অনির্দিষ্টকালের জন্য নির্বাসিত করা হতে পারে ফেডারেশনকে।

 অন্যদিকে, সমাপ্তির দিনে জমজমাট বিধাননগর গোল্ড কাপ। ফাইনাল ম্যাচের আগে অনুষ্ঠিত হল প্রাক্তনীদের প্রদর্শনি ম্যাচ।  কাদা মাঠে বল পায়ে মাঠে নামলেন মেহতাব, নবী, শিল্টনরা। আর মঞ্চ জুড়ে চাঁদের হাট। সুব্রত, আলোক থেকে মানস, প্রশান্ত কে নেই। হাজির ফেডারেশন কর্তা সুব্রত দত্ত থেকে লাল হলুদ শীর্ষ কর্তা দেবব্রত সরকার। এই মঞ্চ থেকেই অসুস্থ প্রাক্তন কোচ রঘু নন্দির হাতে এক লক্ষ টাকার আর্থিক সাহায্য প্রদান করা হলো। ফুটবলের সঙ্গে থাকল বিনোদনের ছোঁয়াও।  আর গোটা অনুষ্ঠানে মধ্যমণি হয়ে থাকবেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু। জল কাদার মাঠে এই টুর্নামেন্ট গুলিই তো বাংলার ফুটবলের লাইফ লাইন।

Mailing List