সিইও ইস্যুতে আবার কি মন্তব্য করলেন শ্রেয়স?

সিইও ইস্যুতে আবার কি মন্তব্য করলেন শ্রেয়স?
আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: হায়দরাবাদের বিরুদ্ধে জয়ের ফলে প্লে-অফের আশা নিভু নিভু করে বেঁচে আছে। কেকেআর বিনি সুতো বুনে রাখলেন রাসেল। ম্যাচ শেষে রাসেল বলেন, 'আমি যখন সেখানে গিয়েছিলাম, ব্যাটিং সহজ ছিল না। ১৬৫-১৭০ রান খুব ভাল স্কোর ছিল এবং আমরা সাত রান বেশি করেছিলাম। আমাদের ভালো বোলিং আক্রমণ আছে এবং দুজন ভালো স্পিনার আছে। আমি যখন ব্যাট করতে যাই তখন আমার মানসিকতা খুব পরিষ্কার থাকে। আমি পরিস্থিতি নিয়ে চিন্তা করি না। আমার কাজ হল প্রথম বল থেকেই আক্রমণ করা, কখনও কখনও আমি নেটে প্রথম বলেই ছক্কা মেরেছি।'
রাসেল শনিবার ত্রাতা না হলে, প্লে-অফে যাওয়ার ক্ষীণ আশাটুকুও শেষ হয়ে যেত কলকাতার। শ্রেয়স আরও বলেছেন, 'আমাদের এখন হারানোর কিছু নেই, আমরা এখনও পর্যন্ত লিগে আমাদের সেরা খেলা খেলিনি। আমরা সত্যিই আজ (শনিবার) বেশ ভাল পদক্ষেপ করেছি।'তাই একপ্রকার বাধ্য হয়েই হায়দরাবাদ ম্যাচে জয়ের পর সিইও ইস্যু নিয়ে ফের মুখ খুললেন শ্রেয়স। আগের মন্তব্যের সাফাই দিয়ে বলেন,'আমি আগের সাক্ষাত্কারের একটি বিষয় পরিষ্কার করে দিতে চাই। আমি যখন সিইওর নাম নিয়েছিলাম তখন শুধু বলতে চেয়েছিলাম, যে যারা যারা দল থেকে বাদ পড়ছে তাঁদের তিনি শান্ত্বনা দেন। কারণ দল তৈরি করাটা আমাদের পক্ষে বেশ কঠিন কাজ।' বস্তুত শ্রেয়স চাইছেন না এ নিয়ে আর কোনওরকম বিতর্ক হোক।



