সিদ্ধার্থের জন্মবার্ষিকীতে আবেগপ্রবণ হয়ে কী বললেন শেহনাজ? 

সিদ্ধার্থের জন্মবার্ষিকীতে আবেগপ্রবণ হয়ে কী বললেন শেহনাজ? 
12 Dec 2022, 05:20 PM

সিদ্ধার্থের জন্মবার্ষিকীতে আবেগপ্রবণ হয়ে কী বললেন শেহনাজ? 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: আজ ১২ই ডিসেম্বর, প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লার জন্মবার্ষিকী। হিন্দি টেলিভিশনের একজন অত্যন্ত জনপ্রিয় অভিনেতা ছিলেন তিনি। তারকার অকাল প্রয়াণে শোকাহত হয়েছিলেন ইন্ডাস্ট্রির প্রতিটা মানুষ। মাত্র ৪১ বছর বয়সেই হৃদরোগ তাঁর প্রাণ কেড়েছে।

জন্মবার্ষিকীতে তাকে নিয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন শেহনাজ গিল। সিদ্ধার্থের একটি ছবি পোস্ট করে শেহনাজ লেখেন, "তোমার সঙ্গে আবার দেখা হবে"। 

'বিগ বস ১৩'এ (Bigg Boss) প্রতিযোগী হিসাবে অংশ নিয়েছিলেন সিদ্ধার্থ এবং শেহনাজ। আর সেখানেই সিদ্ধার্থকে নিজের মন দিয়ে বসেন শেহনাজ। 

টেলিভিশনের পর্দায় বহুবার সিদ্ধার্থকে নিজের অনুভূতি প্রকাশ করেছেন। খুব অল্প দিনেই সিদ্ধার্থ যে তাঁর কত কাছের মানুষ হয়ে উঠেছিল তা নিজে বুঝতে কিংবা দর্শকদের বোঝাতে বাকি রাখেননি তিনি। সে সব সময় চেয়ে এসেছিল শো'য়ের ট্রফি উঠুক সিদ্ধার্থের হাতে। আর ঠিক তেমনটাই হল। সলমন খান যখন 'বিগ বস ১৩' এর বিজেতা হিসাবে সিদ্ধার্থের নাম ঘোষণা করেন তখন শেহনাজের চাইতে বেশি খুশি মনে হয় আর কেউ হয়নি। শো থেকে বেরিয়ে জুটিকে সর্বক্ষণ একসঙ্গে দেখে যেত। 

কিন্তু ২০২১ সালের ২রা সেপ্টেম্বর শেহনাজের জীবনে সেই অভিশপ্ত দিন। হৃদরোগে আক্রান্ত হন তাঁর সব থেকে কাছের মানুষ সিদ্ধার্থ। মাত্র ৪১-এই শেষ হয়ে গেল সিদ্ধার্থ শুক্লার জীবন। ধীরে ধীরে নিজেকে সামলে নিয়ে ফিরেছে নিজের কাজে। কিন্তু সিদ্ধার্থের প্রতি তাঁর আবেগ অনুভূতি কোনটারই পরিবর্তন হয়নি।

Mailing List