ছোট স্তন সার্জারি কি ডেকে আনছে বিপদ

ছোট স্তন সার্জারি কি ডেকে আনছে বিপদ
24 Mar 2023, 07:00 PM

ছোট স্তন সার্জারি কি ডেকে আনছে বিপদ

আনফোল্ড বাংলা প্রতিবেদনশরীরী আবেদন বাড়াতে প্লাস্টিক সার্জারি করে স্তন প্রতিস্থাপনের পথে হেঁটেছেন অনেক বলিউড নায়িকা। আর এই করতে গিয়ে অস্ত্রোপচারের ঝুঁকি বাড়ছে। প্রাণের আশঙ্কা থোড়াই কেয়ার! স্তনের সৌন্দর্য বাড়াতেই হবে, এমনই ছিল আত্মবিশ্বাস। শুধু নায়িকারাই নন অনেক সাধারণ নারীও এই পথে হেঁটেছেন। বেশ কিছু বছর ধরেই স্তন প্রতিস্থাপনের চাহিদা বাড়তে দেখা গেছে তরুণী থেকে মাঝবয়সি নারীদের মধ্যে।

সমীক্ষায় ধরা পড়েছে উল্টো ছবিটাও। অস্ত্রোপচার করে স্তনের আকার ছোট করার দিকেও ঝুঁকছেন অনেক নারী। সম্প্রতি এক সমীক্ষায় দেখা গেছে, ২০২১ সালে ৩১ হাজার ৬০৮ জন নারী স্তন প্রতিস্থাপন করিয়েছেন। ১৫ হাজার নারী স্তনের আকার ছোট করাতেও অস্ত্রোপচার করিয়েছেন। ১১ হাজার ৫২০ জন নারী স্তন সঠিক গঠনে আনার জন্যেও অস্ত্রোপচার করিয়েছেন। এক্ষেত্রে স্তনের ভেতরের টিস্যুগুলোকে অস্ত্রোপচার করিয়ে সংকুচিত করা হয়, যার ফলে স্তনের গঠন সার্বিক ভাবে ছোট দেখায়।

বিগত তিন বছরে নারীদের মধ্যে স্তনের মাপ ছোট করার চাহিদা বেড়েছে। স্তনের আকার অত্যধিক বড় হয়ে গেলে নারীদের পিঠে ও ঘাড়ে ব্যথার সমস্যা শুরু হয়। সেক্ষেত্রে স্তনের আকার ঠিক রাখার জন্য আঁটসাঁট অন্তর্বাস পরতে হয় তাদের, তাই ত্বকের উপর কালশিটে দাগ এমনকি আলসারও দেখা যায়। ঘুমনোর ক্ষেত্রেও অনেকের অসুবিধে হয়। সৌন্দর্য বাড়াতে এই অস্ত্রোপচারের দিকে ঝুঁকছেন, কেউ আবার শারীরিক সমস্যা থেকে মুক্তি পেতে।

Mailing List