পশ্চিম মেদিনীপুর: বন্যা প্রতিরোধ ও জলনিকাশী সমস্যার সমাধানে কলকাতা অভিযানের প্রস্তুতি সভা মলিঘাটীতে

পশ্চিম মেদিনীপুর: বন্যা প্রতিরোধ ও জলনিকাশী সমস্যার সমাধানে কলকাতা অভিযানের প্রস্তুতি সভা মলিঘাটীতে
আনফোল্ড বাংলা প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর: ঘাটাল মাস্টার প্ল্যানে অবিলম্বে অর্থ বরাদ্দ করে কাজ শুরু সহ দুই মেদিনীপুর জেলার বন্যা প্রতিরোধ ও জলনিকাশী সমস্যার স্থায়ী সমাধানে সমস্ত নিকাশী খালগুলি অবিলম্বে সংস্কারের দাবিতে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি ১২ অক্টোবর কলকাতা অভিযানের ডাক দিয়েছে। ওই কর্মসূচির প্রস্তুতিতে শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের মলিঘাটির মধুবনপুর শিশু শিক্ষা কেন্দ্রে কৃষক সহ ভুক্তভোগী জনসাধারনের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন গ্রামের শতাধিক বাসিন্দারা যোগ দেন। সভায় সভাপতিত্ব করেন দিবাকর মন্ডল। সভায় বক্তব্য রাখেন, মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক। নারায়ণ চন্দ্র নায়ক অভিযোগ করেন, গত ২০২২ সালে মাস্টার প্ল্যানে কেন্দ্রীয় সরকারের ইনভেস্টমেন্ট ক্লিয়ারেন্স কমিটির ছাড়পত্র পাওয়ার পর কেন্দ্র ও রাজ্য উভয় সরকার নীরবতা পালন করছে। সরকারগুলির ঘুম ভাঙাতে ওই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। ওইদিন রাজ্যপাল ও মূখ্যমন্ত্রী এবং সেচমন্ত্রীর নিকট ডেপুটেশন দেওয়া হবে।


