পশ্চিম মেদিনীপুর: শালবনির মৌপাল হাইস্কুলে ফ্রাইডে ফর ফিউচার শীর্ষক আলোচনা সভার আয়োজন

পশ্চিম মেদিনীপুর: শালবনির মৌপাল হাইস্কুলে ফ্রাইডে ফর ফিউচার শীর্ষক আলোচনা সভার আয়োজন
15 Sep 2023, 08:12 PM

পশ্চিম মেদিনীপুর: শালবনির মৌপাল হাইস্কুলে ফ্রাইডে ফর ফিউচার শীর্ষক আলোচনা সভার আয়োজন

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর: ফ্রাইডে ফর ফিউচার (Friday for Future) শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয় শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠে। মূলত শিক্ষার্থীদের মধ্যে জলবায়ু বিষয়ক সচেতনতা বৃদ্ধি করতে সুইডেনের বিস্ময় বালিকা গ্রেটা থুনবার্গের পরিবেশ আন্দোলনকে সমর্থন করে শুক্রবার এর এই কর্মসূচি। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ এবং সায়েন্স সেন্টার মেদিনীপুর এর উদ্যোগে বিদ্যাপীঠে এই কর্মসূচি পালিত হলো। অনুষ্ঠানে বিদ্যাপীঠের বিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষিকা ছাড়াও  প্রধান শিক্ষক এবং অষ্টম এবং নবম শ্রেণীর দেড়শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে এই কর্মসূচি পালিত হয়। শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং স্বতঃস্ফূর্ত সমর্থন ছিল চোখে পড়ার মতো। প্রধান শিক্ষক প্রসূনকুমার পড়িয়া বলেন, 'সারা পৃথিবীর সঙ্গে আমরাও শুক্রবার ফ্রাইডে ফর ফিউচার কর্মসূচি পালন করেছি। জলবায়ু পরিবর্তনের কারণ ব্যক্ত করে সবুজায়নের বার্তা দেওয়া হয়েছে শিক্ষার্থীদের মধ্যে। প্রত্যেকের বাড়ি এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকেই এই কর্মসূচি বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করতে হবে।' কিশোর-কিশোরী এবং তরুণ তরুণীদের অংশগ্রহণ অত্যন্ত জরুরী বলে সভা মঞ্চ থেকে বার্তা দেওয়া হয়। ওই আলোচনা সভায়  প্রধান শিক্ষক ছাড়াও শিক্ষক অমিয় কুমার মান্না, চন্দ্রকান্ত সিং, জাহাঙ্গীর শেখ, সত্যজিৎ ঘোড়াই, পার্বতী মন্ডল দে, দানব্রত মাজী প্রমুখ উপস্থিত ছিলেন। শিক্ষার্থী অর্পিতা পান, রণি দাসদের বক্তব্য সমস্ত শিক্ষার্থীদের প্রাণিত করে। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিজ্ঞান মঞ্চের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক সঞ্জয় কুমার মন্ডল।

Mailing List