পশ্চিম মেদিনীপুর: চাষের জমিতে হাতির হামলায় আহত কৃষক, হাতি ভাঙল ৫ টি বাড়ি

পশ্চিম মেদিনীপুর: চাষের জমিতে হাতির হামলায় আহত কৃষক, হাতি ভাঙল ৫ টি বাড়ি
আনফোল্ড বাংলা প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর: শুক্রবার সকালেপশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের পাথরি গ্রামে চাষের জমিতে আল দেওয়ার কাজ করছিলেন কৃষক শক্তিপদ মাহাতো। এসময় একটি দলছুট দাঁতাল হাতি তাঁর উপর হামলা চালায়। গুরুতর আহত হয়েছেন তিনি। ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।
এদিকে মেদিনীপুর সদর ব্লকের বেলিয়া গ্রামে এদিন ভোরে কয়েকটি হাতি গ্রামে ঢুকে পড়ে খাবারের সন্ধানে। খাবার না পেয়ে ৫ টি বাড়িতে ভাঙচুর চালায়। বাড়ি গুলিতে থাকা মানুষজন কোনো রকমে পালিয়ে বাঁচেন। পরে হুলা পার্টির সদস্যরা এসে হাতির পালকে তাড়িয়ে নিয়ে যান জঙ্গলের দিকে। সেই সঙ্গে হাতির দল ওই এলাকার চাষের জমিতে গিয়ে ব্যাপক তাণ্ডব চালায়। যার ফলে কয়েক বিঘা জমির ধানের চাষ নষ্ট করে দিয়েছে হাতির দল বলে গ্রামবাসীরা জানান। যেভাবে হাতির দল প্রতিনিয়ত ওই এলাকায় তান্ডব শুরু করেছে তাতে যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের পক্ষ থেকে বিষয়টি বন দপ্তর কে জানানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বন দপ্তরের কর্মীরা ওই এলাকার গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেয়। হাতির দল যাদের ফসলের ও ঘরবাড়ির ক্ষতি করেছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছে। সেই সঙ্গে ঘটনাস্থলে গিয়ে হাতির দলের গতিবিধির উপর নজরদারি শুরু করেছে বন দপ্তরের কর্মীরা।


