সঙ্গীতচর্চায় অগ্রগতি কোন রাশির জাতকের? কর্মস্থানে সমস্যা বাড়তে পারে কোন রাশির? জেনে নিন কেমন যাবে আপনার এই সপ্তাহ (৩০শে এপিল থেকে ৬ই মে)

সঙ্গীতচর্চায় অগ্রগতি কোন রাশির জাতকের? কর্মস্থানে সমস্যা বাড়তে পারে কোন রাশির? জেনে নিন কেমন যাবে আপনার এই সপ্তাহ (৩০শে এপিল থেকে ৬ই মে)
30 Apr 2023, 11:36 AM

সঙ্গীতচর্চায় অগ্রগতি কোন রাশির জাতকের? কর্মস্থানে সমস্যা বাড়তে পারে কোন রাশির? জেনে নিন কেমন যাবে আপনার এই সপ্তাহ (৩০শে এপিল থেকে ৬ই মে)

আনফোল্ড বাংলা প্রতিবেদন: জেনে নিন কেমন যাবে আপনার এই সপ্তাহ

মেষ রাশি: প্রেমের ব্যাপারে বড় অশান্তি আসতে পারে, সতর্ক থাকুন। আজ মনে বিষণ্ণতা বাড়তে পারে। নিজের মতে চলার জন্য অশান্তি বৃদ্ধি। শুভ কাজে বাধা বাড়তে পারে। বাঁকা পথে আয় করতে যাবেন না। চাকরির স্থানে কাজের চাপে শারীরিক অসুস্থতা।

বৃষ রাশি: নিজের ভুলের ফলে নানা দিক থেকে অপব্যয় হতে পারে। বাড়তি কোনও ব্যবসার কথা না ভাবাই শ্রেয়। রাস্তার লোকের সঙ্গে হঠাত্‍ বিবাদ বাধতে পারে। জ্বর-জ্বালায় কষ্ট। ভ্রাতৃবিরোধ বৃদ্ধি। কোনও সুন্দরী মহিলার প্রতি দুর্বলতা বৃদ্ধি।

মিথুন রাশি: বাড়িতে নতুন কোনও অতিথি আসার সম্ভাবনা। মাত্রাছাড়া জেদ আপনার ক্ষতি ডেকে আনতে পারে। অতিরিক্ত অর্থ লাভের আশায় সমস্যার সৃষ্টি। সঙ্গীতচর্চায় অগ্রগতির সম্ভাবনা।

কর্কট রাশি: সন্তানের কাজের ফলে আনন্দ ও গর্ব বোধ। বিষয়-সম্পত্তি নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। উচ্চপদের কোনও চাকরির যোগ দেখা যাচ্ছে। বাড়িতে মাঙ্গলিক কাজের জন্য অর্থ খরচ।

সিংহ রাশি: শেয়ারে লাভের আশা রাখলে বড়দের কথা মেনে চলতে হবে। অন্য দিনের তুলনায় পরিশ্রম বেশি হতে পারে। হঠাত্‍ ভাল কিছু খবর পেতে পারেন। যুক্তিপূর্ণ আলোচনায় সম্মানপ্রাপ্তি। 

কন্যা রাশি: চলাফেরায় বাড়তি সতর্কতা প্রয়োজন। আজ সারা দিন ব্যবসায়িক উদ্বেগ খুব বেশি থাকবে এবং তাতে সফল হবেন না। নিজের অভিজ্ঞতা আজ বেশি না দেখানোই মঙ্গলজনক। পড়াশোনার দিক থেকে দিনটি উপযুক্ত।

তুলা রাশি: গঠনমূলক কোনও কাজে সুনাম হতে পারে। কোনও প্রতিভার কারণে জনপ্রিয়তা লাভ করতে পারেন। বন্ধুর প্রতি অতিরিক্ত ভালবাসার জন্য খেসারত দিতে হতে পারে। কোনও ছোট্ট অশান্তি আদালত পর্যন্ত গড়াতে পারে।

বৃশ্চিক রাশি: পুরোনো ঋণ আদায়ে বেগ পেতে হবে। কর্মের জায়গায় হিসাব নিয়ে অশান্তি। ব্যবসায়িক উদ্বেগ খুব বেশি থাকবে। পেটের কোনও রোগের কারণে ব্যয় বাড়তে পারে। স্ত্রীর কারণে বাড়তি কিছু খরচের যোগ।

ধনু রাশি: কর্মস্থানে সমস্যা বাড়তে পারে। অকারণে তর্কে জড়াতে পারেন। স্ত্রীর জন্য বাড়িতে বিবাদ। সামাজিক সুনাম পেতে পারেন। ব্যবসার ব্যাপারে ভাল যোগাযোগ। বাড়তি খরচের জন্য চিন্তা। মাথার যন্ত্রণা বাড়তে পারে।

মকর রাশি: ব্যবসায় আজ বাড়তি লাভ ও সুযোগ পেতে পারেন। আপনার মধুর ব্যবহারে শত্রুপক্ষের মন জয় করতে সমর্থ হবেন। অন্যকে বিপদ থেকে রক্ষা করতে গিয়ে নিজে বিপদে পড়তে পারেন। স্ত্রীর শরীরের দিকে নজর দিন।

কুম্ভ রাশি: ভ্রাতৃবিরোধের যোগ। স্ত্রীর সঙ্গে বিবাদ বাধতে পারে। ব্যবসায় অগ্রগতি লক্ষ করা যাচ্ছে। উচ্চশিক্ষার জন্য বিশেষ ভাল সময় নয়। মায়ের শারীরিক অবস্থার অবনতি।

মীন রাশি: আজ ব্যবসায় এমন কিছু ঘটবে, যা থেকে আপনার মনে সংশয় সৃষ্টি হবে। বুদ্ধির জোরে অস্বাভাবিক পরিবেশকে স্বাভাবিক করতে সক্ষম হবেন। নতুন গৃহ নির্মাণের পরিকল্পনা এই মুহূর্তে না করাই ভাল।

Mailing List