ক্রোধ সংযত করা প্রয়োজন কোন রাশির জাতকের? বেহিসাবি খরচে সংসারে অশান্তি কোন রাশির? জেনে নিন কেমন যাবে আপনার এই সপ্তাহ (২৩শে এপিল থেকে ২৯শে এপ্রিল)

ক্রোধ সংযত করা প্রয়োজন কোন রাশির জাতকের? বেহিসাবি খরচে সংসারে অশান্তি কোন রাশির? জেনে নিন কেমন যাবে আপনার এই সপ্তাহ (২৩শে এপিল থেকে ২৯শে এপ্রিল)
23 Apr 2023, 12:17 PM

ক্রোধ সংযত করা প্রয়োজন কোন রাশির জাতকের? বেহিসাবি খরচে সংসারে অশান্তি কোন রাশির? জেনে নিন কেমন যাবে আপনার এই সপ্তাহ (২৩শে এপিল থেকে ২৯শে এপ্রিল)

আনফোল্ড বাংলা প্রতিবেদন: জেনে নিন কেমন যাবে আপনার এই সপ্তাহ

মেষ রাশি: স্ত্রীর সঙ্গে মতের অমিল। শেয়ার বাজার নিয়ে চাপ বাড়তে পারে। আপনার মধুর ব্যবহারে শত্রুপক্ষের মন জয় করতে পারবেন। অন্যকে বিপদ থেকে রক্ষা করতে গিয়ে নাজেহাল হতে হবে।

বৃষ রাশি: অনৈতিক কোনও কাজের জন্য অনুতাপ হতে পারে। ধর্ম নিয়ে আগ্রহ বৃদ্ধি পাবে। বাড়িতে কাজের জন্য খরচ বাড়তে পারে। মা-বাবার সঙ্গে বিরোধ বাধার সম্ভাবনা আছে। 

মিথুন রাশি: বাড়তি খরচের জন্য ঋণ গ্রহণ করতে হতে পারে। খুব ছোটখাটো ব্যাপারে সংসারে অশান্তি হতে পারে। লটারি প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে বা পাওনা আদায় হতে পারে। 

কর্কট রাশি: ভিটামিনের অভাবে শরীরে অনেক রোগ সৃষ্টি হতে পারে। আত্মীয়দের সঙ্গে দেখা হওয়ার সুযোগ আসতে পারে। বিদ্যার্থীদের জন্য ভাল সময় নয়। স্ত্রীর বেহিসেবি খরচে সংসারে অশান্তি হতে পারে।

সিংহ রাশি: স্ত্রীর সঙ্গে ঝগড়ার সুযোগ অপর লোক নিতে পারে। চাকরির জন্য কোনও বন্ধুর সঙ্গে আলোচনা। রক্তচাপ নিয়ে চিন্তা। দূরে কোথাও ভ্রমণের জন্য বাড়িতে আলোচনা হতে পারে।

কন্যা রাশি: মাতৃস্থানীয়া কারও খারাপ ব্যবহারের জন্য কষ্ট পেতে পারেন। অতিরিক্ত পরিশ্রমের জন্য অসুস্থ হতে পারেন। বাড়তি কোনও কাজের জন্য সময় নষ্ট।

তুলা রাশি: সন্তানের কাজের ব্যাপারে অভিজ্ঞ কোনও ব্যক্তির সঙ্গে আলোচনা। সামাজিক কাজের জন্য সুনাম লাভ করতে পারবেন। প্রেমের ক্ষেত্রে প্রচণ্ড মানসিক চাপ থাকবে। 

বৃশ্চিক রাশি: স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে। সন্তানের চঞ্চলতা নিয়ে চিন্তাবৃদ্ধি। দামি কিছু কেনার জন্য খরচ হতে পারে। মাথার যন্ত্রণা বৃদ্ধি পাবে। 

ধনু রাশি: সম্পত্তির ব্যাপারে প্রতিবেশীর সঙ্গে বিবাদ বাধতে পারে। অতিরিক্ত উদাসীনতা কর্মে ব্যাঘাত ঘটাতে পারে। অভিনয় সংক্রান্ত ব্যাপারে জটিলতা আসতে পারে। 

মকর রাশি: আইন সংক্রান্ত কাজে সাফল্য পেতে পারেন। বাড়তি কিছু খরচ হতে পারে। স্নায়বিক অসুখের কারণে কষ্ট পেতে পারেন। প্রেমে জটিলতা কেটে যেতে পারে। 

কুম্ভ রাশি: থাইরয়েডের সমস্যায় ভোগান্তি। শখ মেটাতে খরচ হতে পারে। শরীরে অল্পবিস্তর সমস্যা থাকতে পারে। অতিরিক্ত আবেগ ক্ষতি ডেকে আনতে পারে।

মীন রাশি: ব্যবসায় জট থাকলে তা ছেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। ক্রোধ সংযত করা দ্রুত প্রয়োজন। হঠাত্‍ পুরনো কোনও বন্ধুর সঙ্গে দেখা হতে পারে।

Mailing List