বিয়ের পোশাকেও আছে বিভিন্ন দেশের ফ্যাশন

বিয়ের পোশাকেও আছে বিভিন্ন দেশের ফ্যাশন
03 Jul 2023, 04:00 PM

বিয়ের পোশাকেও আছে বিভিন্ন দেশের ফ্যাশন

আনফোল্ড বাংলা প্রতিবেদনঃ বিয়ে জিনিসটা বিভিন্ন দেশে, বিভিন্ন আয়োজন। আমাদের দেশেই এমন অনেক ধরনের রয়েছে, যা গুনে শেষ হবে না। তবে পশ্চিমাদেশগুলোতে সাদা পোশাক জনপ্রিয় হলেও অনেক দেশে আবার রঙিন বিয়ের পোশাকের কদর বেশি। এই স্পেশাল দিনটিতে বিয়ের পোশাকের রকমভেদে অবাক করা তথ্য রইল আপনাদের জন্য।
ভারত ও বাংলাদেশের বিয়ের পোশাকে বেশ মিল পাওয়া যায়। যেখানে কনেরা বেনারসী শাড়ি বা লেহেঙ্গা পরেন। আর গায়ে থাকে ভারি গয়না।
অন্যদিকে কাজাখস্তানে নববধূর পরণে সাদা পোশাকে মোড়া থাকে। এর পাশাপাশি মাথায় এক ধরণের জিনিস পরেন তারা, যার নাম ‘সাউকেলে(soukele)’। যা বিয়ের বহু আগে থেকেই বানানোর কাজ শুরু হয়ে যায়।
ঘানার বিয়ের পোশাকেও রং-এর ছটাক। পাশাপাশি পরিবারভেদে পোশাকে আছে নিজস্বতা। কনে বা বরের পোশাকে তার চিহ্ন ফুটে ওঠে।
নাইজেরিয়ায় বিয়েতে নববধূরা পরনে পরেন হালকা রং –এর গাউন(Gown) আর ভারি সাদা পাথরের গয়না। যার সুক্ষ্ম কাজ ব্রাইডকে করে তোলে আরও সুন্দর।
স্কটল্যান্ডের(Scotland) নারীদের থেকেও পুরুষদের পোশাক অনেক আকর্ষনীয়। এখানকার পুরুষেরা তাদের পরিবারের কিল্ট পরিধান করেন। এটি স্কার্টের মত এক ধরণের পোশাক। অপরদিকে কনে তাঁর স্বামীর বংশের কিল্টের মতো শাল গায়ে জড়ান।
এছাড়া মঙ্গোলিয়ার বিয়ের পোশাকও বেশ বৈচিত্রপূর্ণ। সেখানকার হবু কনে ও বর দুজনেই বিশেষ এক পোশাক পরেন যার নাম 'ডিল'। যার প্রচলন আজও বর্তমান।

Mailing List