গরমের বিয়েতে পরুন সিল্ক, শিফন অথবা জর্জেট

গরমের বিয়েতে পরুন সিল্ক, শিফন অথবা জর্জেট
আনফোল্ড বাংলা প্রতিবেদনঃ গরমে যেমন পারদ চড়ছে, তেমনি বাড়ছে বিয়েবাড়ির নেমন্তন্নও। রোদ, দূষণ, ঘামে শরীরে অস্বস্তি ভাব লেগে থাকছেই। ভরা গরমে অনেকেই নিমন্ত্রণ এড়িয়ে যান। কোনও আত্মীয় বা বন্ধুর বিয়ে থাকলে তখন তো আর এড়িয়ে যাওয়া যায় না।
বিয়েবাড়িতে কী পরে যাবেন সেই নিয়ে প্ল্যানিং চলতেই থাকে। সেক্ষেত্রে শীত, গরম বর্ষা- যে কোনও সময়েই চলতে পারে সিল্ক শাড়ি। সিল্ক শাড়ির একটা আলাদা আভিজাত্য রয়েছে। বালুচরী, স্বর্ণচুরী, কাতান সিল্ক এরকম যে কোনও একটা কিছু বেছে নিতে পারেন। তবে হালকা সিল্ক, সিল্কের কো-অর্ড কুর্তা সেট বিয়েবাড়িতে দেখতে বেশ লাগে।
গরমে আরও যে শাড়িটি দেখতে ভাল লাগে তা হল শিফন শাড়ি। প্যাস্টেল শেডের শিফন বা এক রঙা শিফন বেছে নিতে পারেন। ফ্লোরাল প্রিন্টের ব্লাউজ দিয়ে এই শাড়ি পরলে বেশ সুন্দর লাগে দেখতে। এছাড়া সাদা শাড়িও বেছে নিতে পারেন। গরমের দিনে সাদা শাড়িতে দেখতে কুল লাগে। চুল খুলে তাতে ফুল লাগাতে পারেন। সঙ্গে এক হাতে কাঁচের চুড়ি পরুন। স্লিভলেস ব্লাউজের সঙ্গে সাদা শাড়ি দেখতেও বেশ ভাল লাগে।
গরমে হ্যান্ডলুমের যে কোনও পোশাকে বেশ আরাম লাগে। হ্যান্ডলুমে এমব্রয়ডারির কাজও দেখতে বেশ লাগে। হ্যান্ডলুম শাড়ির সঙ্গে সুন্দর করে বানিয়ে ব্লাউজ পরুন। অক্সিডাইজের গয়নাতে এমন শাড়ির সৌন্দর্যই আলাদা।
মিরর এমবেলিশমেন্ট কিন্তু এখন বেশ চলছে। সিল্ক বা সুতির শাড়িতে মিরর ওয়ার্ক বেশ সুন্দর লাগে। শাড়ির পরিবর্তে এমন মিরর ওয়ার্ক কোনও ড্রেসও বেছে নিতে পারেন।
এছাড়া গরমে লিনেনের জামদানিও দেখতে বেশ লাগে। ট্র্যাডিশন্যাল শাড়িতে একটু আধুনিকতার ছোঁয়া থাকলে বেশ লাগে। জুঁই এর মালা জড়িয়ে নিন খোঁপাতে। ব্যাস, সাজ কমপ্লিট।


