‘আমরা ভারতীয়, আমাদের সংস্কৃতিই আমাদের গর্ব’ শাড়ি পরে ম্যারাথনে ৮০ বছরের নারী

‘আমরা ভারতীয়, আমাদের সংস্কৃতিই আমাদের গর্ব’ শাড়ি পরে ম্যারাথনে ৮০ বছরের নারী
আনফোল্ড বাংলা প্রতিবেদন: তাঁর হাতে তেরঙ্গা.. পরনে শাড়ি, ম্যারাথনে ছুটলেন ৮০ বছরের বৃদ্ধা, আর এই ছবি তোলপাড় ফেলে দিল সোশ্যাল মিডিয়ায়। ম্যারাথনে দৌড়ে উৎসাহীদের দৌড়ানোর ছবি হামেশাই সামনে আসে। হাজার হাজার মানুষকে একসঙ্গে দৌঁড়তে দেখা যায় ম্যারাথনে। তরুণ অথবা মাঝবয়সিরাই ম্যারাথন দৌঁড়ে অংশ গ্রহণ করেন। তবে সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যাতে দেখা গেছে চোখে চশমা, হাতে তেরঙ্গা... পরনে শাড়ি, ম্যারাথনে ছুটলেন ৮০ বছরের বৃদ্ধা।
সম্প্রতি টাটা মুম্বাই ম্যারাথনের আয়োজন করা হয়। এই দৌড়ে ৫৫ হাজারের বেশি মানুষ অংশ নিলেও বিশাল এই আয়োজনে আলাদা করে নজর কেড়েছেন এক নারী। সংবাদ শিরোনামে ৮০ বছরের এই বৃদ্ধা। এই ভিডিওটি শেয়ার করেছেন বৃদ্ধার নাতনি, ডিম্পল মেহতা ফার্নান্ডেজ যা বেশ ভাইরাল।
জানা গেছে, এবারের মুম্বাই ম্যারাথনে ৪ দশমিক ২ কিলোমিটার দৌড়েছেন ভারতী। সময় নিয়েছেন ৫১ মিনিট। ভিডিওটি আপলোড করে ক্যাপশনে ডিম্পল মেহতা লিখেছেন, ‘আমার ৮০ বছর বয়সী নানির দৃঢ়তা ও একাগ্রতা দেখে অনুপ্রাণিত হই আমি। তিনি গত রোববার টাটা মুম্বাই ম্যারাথনে দৌঁড়েছেন।’ এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
তবে এবারই প্রথম ম্যারাথনে অংশ নিলেন ভারতী, এমনটা নয়। এবার নিয়ে পাঁচবার মুম্বাই ম্যারাথনে দৌড়লেন তিনি। এ জন্য দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিয়েছেন। এই বয়সে টানা দৌঁড়নোর জন্য নিজেকে তৈরি করেছেন।


