WBPS— রাজ্যের ডব্লিউবিপিএসদের জন্য একগুচ্ছ নতুন ঘোষনা মুখ্যমন্ত্রীর

WBPS— রাজ্যের ডব্লিউবিপিএসদের জন্য একগুচ্ছ নতুন ঘোষনা মুখ্যমন্ত্রীর
23 Jun 2022, 03:45 PM

WBPS— রাজ্যের ডব্লিউবিপিএসদের জন্য একগুচ্ছ নতুন ঘোষনা মুখ্যমন্ত্রীর

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: রাজ্যের ক্যাডারদের জন্য একগুচ্ছ নতুন নিয়ম ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। তাঁদের জন্য ওয়েলফেয়ার সংগঠন থেকে শুরু করে পদোন্নতি থেকে নিয়োগ – সব ক্ষেত্রেই ঘোষণা করলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।বর্তমানে রাজ্যে ৬৩০ WBPS ক্যাডার রয়েছেন। আর তাঁদের থেকে উন্নীত হওয়া ৬৮ আইপিএস রয়েছেন।

কী কী করা হবে?

১। ডিএসপি থেকে অ্যাডিশনাল এসপি পদে উন্নীত করা হল ৬ জনকে।

২। ৬ জন প্রমোটি আইপিএসকে আজএ এসপি পদে উন্নীত করা হল।

৩। ডব্লিউবিপিএস অফিসারদের দু’টি করে অতিরিক্ত ইনক্রিমেন্ট দেওয়া হবে। স্পেশাল অ্যালাউন্স পাবেন। এসডিপিও মাসে ২ হাজার টাকা। অ্যাডিশনাল এসপি মাসে আড়াই হাজার টাকা।

৪। ইউনিফর্ম কেনার জন্য মাত্র ২০০ টাকা করে দেওয়া হত। তা বাড়িয়ে১৫ হাজার টাকা করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

৫। স্বাস্থ্য পরীক্ষার জন্য চল্লিশোর্ধ প্রত্যেকের বার্ষিক স্বাস্থ্য পরীক্ষা করা বাধ্যতামূলক। তার জন্য চিকিৎসা খরচ করবে সরকার।

৬। এবার থেকে নেতাজী সুভাষ অ্যামিনিস্ট্রেটিভ ট্রেনিং ইন্সটিটিউট ডব্লিউবিপিএসদের আইপিএসে উন্নীত করার জন্য পরীক্ষা নেবে।  

মুখ্যমন্ত্রী জানান, ২০০ ডব্লিউবিসিএস এবং ২০০ ডব্লিউবিপিএস নিয়োগ করা হবে। এটা আমরা নিজেরাই করতে পারি। যেহেতু এরা রাজ্যের ক্যাডার। প্রমোশন যেন কারও আটকে না যায় সেটাও দেখতে হবে। একজন যদি দ্রুত পদোন্নতি পান তাহলে কাজে আগ্রহ থাকবে। আপনারা অনেক কাজ করেন। এটুকু করতে পারলাম।

একটা ভালো অফিস রুম করে দেওয়ারও নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

Mailing List