WBJEE একটু পরেই প্রকাশিত হবে জয়েন্ট এন্ট্রান্স ২০২৩-এর ফলাফল, কিভাবে ফল জানবেন দেখে নিন

WBJEE একটু পরেই প্রকাশিত হবে জয়েন্ট এন্ট্রান্স ২০২৩-এর ফলাফল, কিভাবে ফল জানবেন দেখে নিন
আনফোল্ড বাংলা প্রতিবেদন: পূর্ব ঘোষণা মতো আজ ২৬ মে শুক্রবার পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা ২০২৩-এর ফলাফল প্রকাশিত হচ্ছে। গত মঙ্গলবারই টুইট করে এই খবর জানিয়েছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আজ দুপুর আড়াইটে নাগাদ সাংবাদিক বৈঠকে বোর্ডের তরফে আনুষ্ঠানিক ভাবে ফলাফল ঘোষণা করা হবে। বিকেল চারটের পর বোর্ডের ওয়েবসাইট থেকে ফলাফল ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা। ওয়েবসাইটেই মিলবে রাঙ্ক কার্ড। মূলত ইঞ্জিনিয়ারিং, ফার্মাসি ও আর্কিটেকচারের প্রবেশিকা পরীক্ষা হিসেবে গণ্য করা হয় জয়েন্ট এন্ট্রান্সকে। দুপুর ২ টো ৩০ মিনিটে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রাস বোর্ড আনুষ্ঠানিকভাবে ফলপ্রকাশ করবে। তার দেড় ঘণ্টা পর থেকেই অনলাইনে ফল দেখা যাবে। এ বছর পরীক্ষার্থী ছিল মোট ১.২৪ লক্ষের কাছাকাছি। মোট ৩০৬ টি কেন্দ্রে পরীক্ষা হয়েছিল। ৩০৩ কেন্দ্র ছিল বাংলায়। একটি অসম ও বাকি দুটি ত্রিপুরায়।
ফলাফল জানতে বোর্ডের দুটি ওয়েবসাইটে যেতে হবে। জয়েন্ট এন্ট্রাস বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট দুটি হল, www.wbjeeb.nic.in এবং www.wbjeeb.in। সেখানে লগ ইন করলে খুলে যাবে ‘WBJEE’ ট্যাব, তারপর পেজে ঢুকলে ‘WBJEE’ ট্যাব পাওয়া যাবে। সেখানে ক্লিক করতে হবে। ‘WBJEE 2023 Result’-র লিঙ্ক দেখা যাবে। ক্লিক করলে নতুন একটি পেজ খুলে যাবে। সেখানে জয়েন্টের পরীক্ষার তথ্য দিয়ে লগ ইন করতে হবে। দুটি পত্রে পরীক্ষা হয়েছিল। প্রথম পত্রে ছিল অঙ্ক আর দ্বিতীয় পত্রে ছিল ফিজিক্স ও কেমিস্ট্রি। প্রথম পত্রে ৭৫টি ও দ্বিতীয় পত্রে ৮০ টি প্রশ্ন ছিল।


