যুদ্ধপরাধী রুশ প্রেসিডেন্ট পুতিন! জারি হল গ্রেফতারি পরোয়ানা

যুদ্ধপরাধী রুশ প্রেসিডেন্ট পুতিন! জারি হল গ্রেফতারি পরোয়ানা
18 Mar 2023, 11:50 PM

যুদ্ধপরাধী রুশ প্রেসিডেন্ট পুতিন! জারি হল গ্রেফতারি পরোয়ানা

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: যুদ্ধাপরাধী রুশ প্রেসিডেন্টে ভ্লদিমির পুতিনের বিরুদ্ধে জারি হল গ্রেফতারি পরোয়ানা। এই পরোয়ানা জারি করল আন্তর্জাতিক ফৌজদারি আদালত বা আইসিসি। ইউক্রেন যুদ্ধ চলাকালীন সে দেশের শিশুদের বেআইনি ভাবে নির্বাসনে পাঠানোর অভিযোগ উঠেছে পুতিনের বিরুদ্ধে। তবে হেগ-এর আদালত পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলেও তাতে গুরুত্ব দিতে নারাজ মস্কো। হেগের আন্তর্জাতিক আদালতের বিচারপতিরা প্রথমে এই পরোয়ানা গোপন রাখতে চেয়েছিলেন। কিন্তু পরে তা প্রকাশ্যে আনার সিদ্ধান্ত নেওয়া হয়।

বিচারপতিরা মনে করছেন, এই পরোয়ানা প্রকাশ্যে আনা হলে আগামী দিনে এ ধরনের ঘৃণ্য অপরাধ কমবে। এই পরোয়ানাকে উড়িয়ে দিয়ে  মস্কোর দাবি, রাশিয়ার প্রেসিডেন্ট ওই আদালতের আওতায় পড়েন না। তাই আইসিসির জারি করা পরোয়ানার বাস্তবে কোনও অর্থই হয় না। রুশ বিদেশ মন্ত্রকের এক মুখপাত্র এনিয়ে বলেছেন, রাশিয়া ওই আদালতের বিচারের আওতায় পড়ে না। তাই আন্তর্জাতিক ফৌজদারি আদালত কী বলল তা নিয়ে আমাদের কোনও মাথাব্যথা নেই। উল্টোদিকে প্রত্যাশিত ভাবেই আদালতের এই নির্দেশকে স্বাগত জানিয়েছে ইউক্রেন ও আমেরিকা।ইউক্রেনের এক সেনা আধিকারিক ট্যুইট করেছেন, এই তো সবে শুরু।যুদ্ধাপরাধের দায়ে রুশ প্রেসিডেন্ট ভ্লদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির সিদ্ধান্তকে সমর্থন করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেন বলেছেন, আইসিসি যুদ্ধাপরাধের মোকাবিলায় সঠিক এবং দৃঢ় পদক্ষেপ করেছে। কোনও সন্দেহ নেই ইউক্রেনে ঘটনায় পুতিনের ভূমিকা রয়েছে। তবে হেগ-এর আদালতের এই নির্দেশ, পুতিনের উপর চাপ আরও বাড়াবে বলেই মনে করছে আন্তর্জাতিক মহল।

Mailing List