সেমি ও ফাইনাল দেখতে চান মাঠে বসে? কীভাবে কাটবেন টিকিট জেনে নিন

সেমি ও ফাইনাল দেখতে চান মাঠে বসে? কীভাবে কাটবেন টিকিট জেনে নিন
10 Nov 2023, 04:25 PM

সেমি ও ফাইনাল দেখতে চান মাঠে বসে? কীভাবে কাটবেন টিকিট জেনে নিন

 

আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: এবারের বিশ্বকাপের টিকিট নিয়ে হাহাকার দেখা দিয়েছে গোটা দেশে। বিশেষ করে ভারতের ম্যাচের টিকিট মুহূর্তের মধ্যে শেষ হয়ে গিয়েছে। সব স্টেডিয়ামই রোহিতদের ম্যাচে কানায় কানায় ভর্তি ছিল। আজ থেকেই(বৃহস্পতিবার) শুরু হয়ে যাচ্ছে সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের টিকিট বিক্রি। অনলাইনে টিকিট কাটতে পারবেন দর্শকরা। বৃহস্পতিবার রাত ৮টায় পাওয়া যাবে দুটি সেমিফাইনাল ম্যাচের টিকিট। টিকিট কাটতে হলে অনলাইনেই কাটতে হবে।

বুক মাই শো-র মাধ্যমে অন্য ম্যাচগুলির মতোই সেমিফাইনালের দুটি ম্যাচের টিকিট কাটতে হবে দর্শকরদের। https://tickets.cricketworldcup.com ওয়েবসাইটে গিয়ে টিকিট বুক করতে পারবেন দর্শকরা।

আইসিসি বিশ্বকাপের নিয়ম অনুযায়ী সেমিফাইনাল আয়োজিত হবে (প্রথম দল বনাম চতুর্থ দল) এবং (দ্বিতীয় দল বনাম তৃতীয় দল)। সেই অনুযায়ী দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া দ্বিতীয় সেমিফাইনাল খেলবে ইডেনে এবং ভারত পাকিস্তান/নিউজিল্যান্ড/ আফগানিস্তানের বিপক্ষে খেলবে ওয়াংখেড়েতে। কিন্তু যদি পাকিস্তান কোনোভাবে সেমিফাইনালে আসে তাহলে ভারত ইডেনে পাকিস্তানের বিপক্ষে খেলবে এবং দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া আয়োজিত হবে মুম্বইয়েএমনকী সেমিফাইনালে ভারত বনাম পাকিস্তান হওয়ার সম্ভাবনাও হারিয়ে যায়নি। ফলে নকআউট ম্যাচগুলিকে ঘিরে আগ্রহ তুঙ্গে রয়েছে। সেই উত্সাহ বুঝেই আইসিসির তরফে টিকিট ছাড়া হচ্ছে। এর আগে এক দফায় টিকিট ছাড়া হয়েছিল। সেই সময় সমস্ত টিকিট বিক্রি হয়ে যায়।

এই মুহূর্তে পরিস্থিতি যা, তাতে ভারতের প্রথম সেমিফাইনাল খেলা নিশ্চিত। তবে প্রতিপক্ষ কে হবে তার উপর নির্ভর করছে তারা কোন মাঠে খেলবে। প্রতিপক্ষ পাকিস্তান হলে তারা ইডেনে খেলবে, না হলে মুম্বইয়ে।

Mailing List