স্বেচ্ছায় যৌন পেশা কোনও অপরাধ নয়, জানাল সুপ্রিম কোর্ট

20 Sep 2023, 08:45 PM
স্বেচ্ছায় যৌন পেশা কোনও অপরাধ নয়, জানাল সুপ্রিম কোর্ট
আনফোল্ড বাংলা প্রতিবেদনঃ স্বেচ্ছায় কেউ গ্রহণ করলে, তা অপরাধ নয়। জানিয়েছে সুপ্রিম কোর্ট। এবার থেকে আইনের আওতায় যৌনকর্মীরা (sex worker)অন্যান্য পেশার মানুষের মতো সমান মর্যাদা ও সুরক্ষা পাবেন। যারা স্বেচ্ছায় এই পেশায় আসবেন তাদের কোনও হয়রানি করা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট।
সুপ্রিম কোর্টের আদেশে বলা হয়েছে, যৌনকর্মীদের গ্রেফতার বা শাস্তি দেওয়া বা হয়রানি করা উচিত নয় কারণ স্বেচ্ছায় যৌন কাজ ‘বেআইনি নয়’ এবং শুধু যৌনপল্লি বেআইনি।
আদালতের পর্যবেক্ষণে আরও বলা হয়েছে, ‘যৌনকর্মীরাও আইনের চোখে সমান সুরক্ষার অধিকারী। যখন এটা স্পষ্ট যে, যৌনকর্মী এক জন প্রাপ্তবয়স্ক (Adult)এবং সম্মতি সাপেক্ষেই যৌনবৃত্তি করছেন, তখন পুলিশকে অকারণে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকতে হবে।


