পুরুলিয়ায় স্বামীজির জন্মদিবস উদযাপন করল 'বিবেকবাহিনী ব্রতচারী সখা'

পুরুলিয়ায় স্বামীজির জন্মদিবস উদযাপন করল 'বিবেকবাহিনী ব্রতচারী সখা'
আনফোল্ড বাংলা প্রতিবেদন, পুরুলিয়া : স্বামী বিবেকানন্দের ১৫৯ তম জন্ম দিবস ও 'বিবেকবাহিনী ব্রতচারী সখা' স্বেচ্ছাসেবী সংগঠনের ২০ বর্ষপূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠান আয়োজিত হয় বরাবাজার থানার ধেলাতবামু গ্রামে।
এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পুলিশ সুপার এস. সেলভামুরুগান, মানবাজারের এসডিপিও, বরাবাজার ব্লকের বিডিও মাসুদ রাইহান, বরাবাজার থানার আইসি সৌগত ঘোষ, বরাবাজার ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক উত্তম কুমার মান্না, পুরুলিয়ারবিশিষ্ট লোকসংস্কৃতিবিদ সুনীল মাহাতো, ড. সুভাষ রায় সহ বিশিষ্ট জনেরা।
এদিন স্বামীজীর প্রতিকৃতি নিয়ে সকালে বর্ণাঢ্য পদযাত্রা হয়। দুপুরে কবি সম্মেলনে যোগ দেন জেলার বিভিন্ন প্রান্তের কবিরা। সন্ধ্যায় মনোজ্ঞ সংগীত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিন মঞ্চে বিশিষ্টজনেদের সম্মাননা জ্ঞাপন করা হয়। বিবেকবাহিনী ব্রতচারী সখার সম্পাদক রবীন পাণ্ডে জানান, এবছর সংস্থার ২০ বছর উপলক্ষে স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন করা হল।
