ঘুরে আসুন কলকাতার কাছে এই ‘মিনি গোয়া’ থেকে

ঘুরে আসুন কলকাতার কাছে এই ‘মিনি গোয়া’ থেকে
30 May 2023, 06:15 PM

ঘুরে আসুন কলকাতার কাছে এই ‘মিনি গোয়া’ থেকে

আনফোল্ড বাংলা প্রতিবেদনঃ কলকাতার খুব কাছেই যে এমন এক ‘মিনি গোয়া’ রয়েছে, অনেকেরই ভাবনার বাইরে। যা আসল গোয়া যাওয়ার স্বাদ অনেকটাই পূরণ করবে। আর সেটি হল ট্যাংরা চড়। অনেকেই এই জায়গার সৌন্দর্য্যকে গোয়ার সৌন্দর্য্যের সঙ্গে তুলনা করে থাকেন।

কীভাবে যাবেন-

শিয়ালদহ স্টেশনে নামখানা বা কাকদ্বীপগামী ট্রেনে উঠতে হবে। করঞ্জলী স্টেশনে নেমে পেয়ে যাবেন টোটো। আর টোটো করে পৌঁছে যাবেন ‘মিনি গোয়া’-তে। তবে আপনি যদি দুপুরবেলা উপস্থিত হন তবে স্টেশন থেকে বেরিয়ে টোটো পাবেন না। সেক্ষেত্রে আপনাকে ৪.৫ কিলোমিটার পথ পায়ে হেঁটে পৌঁছোতে হবে ট্যাংরা চড়ে।

খরচ – ট্যাংরা চড় যেতে হলে বেশি টাকা খরচ হবে না৷ তবে আপনারা খাবার সঙ্গে করে নিয়ে গেল সেই অনুযায়ী খরচ হবে। এই স্থানে ঘুরতে গেলে মাথাপিছু ১০০ টাকায় যাওয়া সম্ভব।

খাওয়াদাওয়া – এই স্থানে বিশেষ মানুষ আসেন না। তাই ভিড় ও মানুষের আনাগোনা কম। এই কারণে সেখানে নেই কোনো হোটেল। তাই ট্যাংরা চড় যেতে হলে অবশ্যই সঙ্গে করে খাবার নিয়ে যাবেন।

পারিপার্শ্বিক সৌন্দর্য্য – নিরিবিলি কোনো জায়গা যেতে চাইলে ট্যাংরা চড় আদর্শ স্থান। একদিন পিকনিকের জন্য বেশ ভালো জায়গা এটি। পরিবার হোক কিংবা বন্ধুবান্ধব সকলের সঙ্গে চলে আসতে পারেন এই শান্ত জায়গায়। সকালে এসে রাত্রেও বাড়ি ফিরতে পারবেন। তাই একদিনের ট্যুরের জন্য আদর্শ জায়গা এটি।

 

Mailing List