বিরাট রোহিতদের থেকে কি সাবধানী বাভুমা, টিম ইন্ডিয়াতে পরিবর্তন

বিরাট রোহিতদের থেকে কি সাবধানী বাভুমা, টিম ইন্ডিয়াতে পরিবর্তন
আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: বুধবার থেকে শুরু ভারত দক্ষিণ আফ্রিকা টি টোয়েন্টি সিরিজ। পরের মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারত-দক্ষিণ আফ্রিকা দু’দলের কাছেই তিন ম্যাচের এই সিরিজ গুরুত্বপূর্ণভারতীয় দলের ব্যাটিংকেও সমীহ করছেন বাভুমা।
বাভুমা যদিও ডেথ ওভার নয়, শুরু নিয়ে ভাবছেন। তিনি বলেন, 'শুরুতে উইকেট হারানো যাবে না। তা হলেই খেলার রাশ হাত থেকে বেরিয়ে যাবে। নতুন বলে বুমরা, ভুবনেশ্বররা সব সময় ভয়ঙ্কর।' এই সিরিজ়ে যদিও ভুবনেশ্বর খেলছেন না। পেস আক্রমণে থাকবেন বুমরা, আরশদীপ সিংহ, উমেশ যাদব এবং হর্ষল পটেল।
প্রোটিয়া অধিনায়ক বলেন, 'বিরাট কোহলি, রোহিত শর্মা খুব বড় নাম। রান পেয়ে আত্মবিশ্বাসও পেয়ে গিয়েছে তারা। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সেরাদের বিরুদ্ধে খেলে সাফল্য পেলে আমাদেরই লাভ।'
ভারতে পা রেখেই দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজ মন্দিরে পুজো দিলেন।
দক্ষিণ আফ্রিকার বাঁহাতি এই স্পিনার ধুতি পরে তিরুবনন্তপুরমের পদ্মানন্দ স্বামী মন্দিরে পৌঁছেছেন।
-কেশব মহারাজের পুজো দেওয়ার ছবি সোশ্যাল মিডিয়া ভাইরাল হচ্ছে। তিনি ছবির ক্যাপশনে লিখেছেন- জয় মাতা দি। শুভ নবরাত্রি সবাইকে। কেশব ভারতীয় বংশোদ্ভূত। ভারতীয় রীতি রেওয়াজ বেশ পছন্দ করেন তিনি। এমনকী ভারতীয় সংস্কৃতি সম্পর্কে খোঁজ-খবরও রাখেন তিনি।
এদিকে দীপক হুডার জায়গায় ভারতীয় দলে এলেন শ্রেয়স আইয়ার।
সূত্রের খবর অনুযায়ী, হুডার বদলে আসন্ন প্রোটিয়া সিরিজে ভারতীয় দলে সুযোগ পেতে চলেছেন শ্রেয়স আইয়ার । ভারতীয় বোর্ডের তরফে সরকারিভাবে কিছু জানানো না হলেও, শোনা যাচ্ছে শ্রেয়সই জাতীয় দলে সুযোগ পেতে চলেছেন। তাঁকে তিরুঅন্ততপুরমে ভারতীয় দলের টিম বাসেও লক্ষ্য করা গিয়েছে। শ্রেয়স বিশ্বকাপে ভারতের ১৫ জনের দলে সুযোগ না পেলেও, তিনি রিজার্ভে রয়েছেন।


