ট্রায়াল বিতর্কে অবশেষে অন্তিমকে জবাব দিলেন ভিনেশ-বজরং

ট্রায়াল বিতর্কে অবশেষে অন্তিমকে জবাব দিলেন ভিনেশ-বজরং
আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: মহিলাদের ৫৩ কেজি বিভাগে ভিনেশকে ও পুরুষদের ৬৫ কেজি বিভাগে বজরংকে সরাসরি এশিয়ান গেমসে নামার ছাড়পত্র দেওয়া হয়েছে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের অ্যাড হক কমিটির তরফে। পাশাপাশি একটি বিবৃতিতে অ্যাডহক কমিটি জানিয়েছিল, পাশাপাশি তারা জানিয়ে দিয়েছে যে এই বিভাগে ট্রায়াল হবে। ট্রায়ালে যাঁরা জিতবেন তাঁরা স্ট্যান্ড বাই হিসাবে থাকবেন।
বিগত কয়েকদিন ধরেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে বজরং-ভিনেশ। অবশেষে নীরবতা ভঙ্গ করলেন দুই কুস্তিগীর। ফেসবুকে যৌথভাবে লাইভে এসে তাঁরা একে একে তাঁদের বিরুদ্ধে ওঠা সব প্রশ্নের জবাব দিলেন তাঁরা। অনূর্ধ্ব-২০ বিশ্ব চ্যাম্পিয়ন কুস্তিগির অন্তিম পঙ্ঘল এবং অনূর্ধ্ব-২৩ এশিয়ান গেমস চ্যাম্পিয়ন সুজিত কলকল মামলা করেন। বজরংদের ট্রায়াল ছাড়া এশিয়ান গেমসে পাঠানোর বিরোধিতা করেন সুজিতেরা। এই বিষয়ে অন্তিম দিল্লি হাইকোর্টেরও দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু কুস্তি ফেডারেশনের সিদ্ধান্তে হস্তক্ষেপ করা হবে না বলেই আদালতের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে।
অন্তিমের প্রশ্নের জবাব দিতে গিয়ে ভিনেশ জানান, "আমরা ট্রায়ালের বিরুদ্ধে নয়। আমি অন্তিমকে দোষ দিচ্ছি না, সে এটা বোঝার জন্য খুব ছোট, সে তাঁর জায়গায় ঠিক, সে তাঁর অধিকারের জন্য লড়ছে এবং আমরা আমাদের অধিকারের জন্য লড়ছি।কিন্তু আমরা ভুল নয়।"
এই বিষয়ে ভিনেশ জানান, "আমরা কুস্তিতে ২০ বছর দিয়েছি, আমরা অনেক কষ্ট করেছি, যদি সে মনে করে ভুল কিছু ঘটেছে তাহলে সে কোর্টের দারস্থ হোক। কিন্তু আমি খুশি যে বাচ্চারা এখন বলতে শিখেছে।তারা এখন সাহস যোগাচ্ছে, যা কুস্তির জন্য খুব ভাল বলে জানান তিনি।"


