এখনও বিদ্যুৎহীন গ্রাম, তবু দায়ি সিপিএম! কুণাল ঘোষের কথায় কারা হাসছে‌ন?

এখনও বিদ্যুৎহীন গ্রাম, তবু দায়ি সিপিএম! কুণাল ঘোষের কথায় কারা হাসছে‌ন?
05 Dec 2022, 11:30 PM

এখনও বিদ্যুৎহীন গ্রাম, তবু দায়ি সিপিএম! কুণাল ঘোষের কথায় কারা হাসছে‌ন?

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: সালটা ২০২২। এখনও বিদ্যুৎহীন গ্রাম। তাও শহরে নয়। পুরসভা এলাকায়।

প্রথম প্রশ্ন, এর জন্য দায়ী কে?

উত্তর দিয়েছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেছেন, বামফ্রন্ট সরাকর দায়ী।

সে কী? বামফ্রন্ট সরকার তো ২০১১ সালেই গায়েব। তারপর ১১ বছর! এগারো বছরেও বিদ্যুৎ নেই কেন?

কুণাল ঘোষ উত্তর দিয়েছেন, অধিকারী রাজ দায়ী?

কে এই অধিকারী রাজ? তিনি কোথায় ছিলেন? তখন অধিকারীরা কিন্তু এমলএ,এমপি, চেয়ারম্যান। তাঁদের কথাতেই চলতো সব। তখনও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখনও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তাহলে? তবু কুণাল ঘোষ গ্রাম পরিদর্সনে যাচ্ছেন আর অন্যদের দিকে আঙুল তুলছেন। এর সারমর্মটা বলছেন না।

বিরোধীরা বলছেন, উনি জেলে থাকাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও কুকথা বলেছিলেন। মানুষ সবই মনে রাখে। তবু কুণাল ঘোষ অপ্রতিরোধ্য। হয়তো ক্ষমতায় আছেন বলেই।

 

Mailing List