ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ এর সম্মা‌ন পেল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, কাদের প্রতি নতুন বার্তা দিলেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী

ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ এর সম্মা‌ন পেল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, কাদের প্রতি নতুন বার্তা দিলেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী
18 Sep 2023, 06:00 PM

ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ এর সম্মা‌ন পেল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, কাদের প্রতি নতুন বার্তা দিলেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী

 

শুভদীপ গুঁই, শান্তিনিকেতন

 

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করার পরেই বিশ্বভারতীর উপাসনা ভবন থেকে শান্তিনিকেতন পর্যন্ত ঢাক বাজিয়ে দিনটি উদযাপন করলো বিশ্বভারতী কর্তৃপক্ষ। খুশির হাওয়া শুধু বিশ্বভারতী জুড়ে নয়, সারা দেশ জুড়েই। এমন সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীও বিশ্ববিদ্যালয় সম্বন্ধে যাঁরা বিরূপ মন্তব্য করে‌ন তাঁদের প্রতি নতুন বার্তা দিলেন।

উপাচার্য জানান, এটা এমন একটি ঘটনা যার ফলে সবাই আনন্দিত। গুরুদেব ১৯০১ সাল থেকে যে যাত্রা শুরু করেছিলেন, সে যাত্রা সহজ ছিল না। তা সত্ত্বেও তিনি আজীবন কাজ করে গিয়েছেন। তাঁর পরবর্তী সময়ে যাঁরা এসেছিলেন, তাঁরাও কাজ নিয়ে গিয়েছেন। এখনও সেই কাজ চলছে।

এটার সব থেকে বড় মাহাত্ম্য কী? উপাচার্য বলেন, বিশ্বের এমন কোনও বিশ্ববিদ্যালয় নেই, যাকে হেরিটেজ ঘোষণা করা হয়েছে। যা একম এবং অদ্বীতিয়ম। তাই এর জন্য শুধু রাজ্যবাসী, ভারতবাসীকে নয়, বিশ্ব মানবতাকে ধন্যবাদ জানাতে চাই। কারণ, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরও এটিকে শুধু রাজ্য বা দেশের মধ্যে নয় সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে দিতে চেয়েছিলেন।’’

যারা বিশ্বভারতী সম্বন্ধে বিরূপ মন্তব্য করেন তাঁদের সম্বন্ধেও নানা কথা বলেছেন উপাচার্য। তাঁদের কাছেও আবেদন জানিয়েছেন, বিশ্বভারতী কারও একার নয়। সকলে আসুন, বিশ্বভারতীকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এই খুশির জন্য বিশ্বভারতীতে আগামি কয়েকদিন নানা অনুষ্ঠান হবে বলেও উপাচার্য জানান।

Mailing List