প্রতারণার রকমারি, সতর্ক করল কলকাতা পুলিশের সাইবার ব্রাঞ্চ

প্রতারণার রকমারি, সতর্ক করল কলকাতা পুলিশের সাইবার ব্রাঞ্চ
শহর কলকাতা-সহ গোটা রাজ্যজুড়ে প্রায় রোজই বাড়ছে সাইবার প্রতারণা। একের পর এক অভিযোগে নাজেহাল পুলিশ। কয়েকটি প্রতারণা চক্রের পর্দা ফাঁস করলেও মানুষ সতর্ক হচ্ছে না। আর মানুষ সতর্ক না হলে এই জালিয়াতি পুরোপুরি রোখা সম্ভব নয় বলেই মনে করছে পুলিশ।
পুলিশি তৎপরতা জারি থাকলেও পুরোপুরি রাশ টানা যাচ্ছে না এই ধরনের প্রতারণায়। জালিয়াতরাও প্রতিদিনই নিত্যনতুন কায়দায় সাধারণ মানুষকে লুট করছে। সম্প্রতি শুরু হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেটের নামে অভিনব প্রতারণা। প্রতারকরা ফোন করে কেওয়াইসি আপডেটের টোপ দিচ্ছে গ্রাহকদের। তাঁদের ফাঁদে পা দিয়ে অ্যাপ ডাউনলোড করলেই ফাঁকা হয়ে যাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এই ধরণের প্রতারকদের থেকে নিজের কষ্টের অর্থ সুরক্ষিত রাখতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা প্রয়োজন। কলকাতা পুলিশের পক্ষ নিয়ম করে সাধারণ মানুষকে এ সম্পর্কে সতর্ক করা হচ্ছে।
সম্প্রতি কলকাতা পুলিশ তাঁদের ফেসবুক পেজে এ সম্পর্কিত একটি ভিডিয়ো আপলোড করে। সেই ভিডিয়োতে প্রতারকদের কৌশল এবং সেক্ষেত্রে গ্রাহকদের কী করণীয় তা বিস্তারিত ভাবে সবাইকে জানান হয়েছে। সেই সঙ্গে সতর্কতামূলক এই ভিডিয়োটি আরও বেশি করে শেয়ার করারও অনুরোধ জানান হয়েছে।
শুধু এটাই কেন? নানা রকম কায়দায় প্রতারণা হচ্ছে। কখনও ইলেক্ট্রিক জমা দেওয়ার কথা বলে তো কখনও হঠাৎ ঋণ মঞ্জুর হয়েছে। ফাঁদের শেষ নেই। আবার উল্টো দিকে বলা যায়, মানুষের লোভেরও শেষ নেই। তাই ফাঁদে পা দিচ্ছেনও। তাই পুলিশও বারবার সতর্ক করছে। বিষয়টি নিয়ে সবারই ভাবা উচিত।


