Uttar Dunajpur:নতুন প্রজন্ম জানেই না পুতুল নাচ কী! শিল্পীরা ভুগছে হতাশায়

Uttar Dunajpur:নতুন প্রজন্ম জানেই না পুতুল নাচ কী! শিল্পীরা ভুগছে হতাশায়
আনফোল্ড বাংলা প্রতিবেদনঃ গ্রাম বাংলায় একসময় বিনোদনের মাধ্যম ছিল কাঠ পুতুলের নাচ বা পুতুল নাচ। তবে আধুনিকতার দাপটে আজ তা প্রায় হারিয়ে গিয়েছে। কালিয়াগঞ্জ থেকে ১০ কিলোমিটার দূরের বালাস গ্রাম এই পুতুল নাচের জন্য এক সময় অত্যন্ত বিখ্যাত ছিল। এই গ্রামের পুতুল নাচ শিল্পীদের জগৎজোড়া নাম ছিল। কিন্তু কাল ক্রমে পুতুল নাচ হারিয়ে যাওয়ার সঙ্গে শিল্পীদেরও কদর চলে গিয়েছে।
আর তাই ফেলে আসা অতীতের কথা বলতে গিয়ে প্রবীণ পুতুল নাচ (Doll dance)শিল্পী বলছেন, বালাস গ্রামের পুতল নাচ একটা সময় শুধু জেলায় নয়, রাজ্যের মানুষদের কাছে জনপ্রিয়তা অর্জন করেছিল। সেই সময় এই পুতুল নাচ দেখতে সাধারণ মানুষ ভিড় করত। শকুন্তলা, লায়লা মজনু, ভক্ত প্রল্লাদ, রাজা হরিশচন্দ্র মালা গুলি বিপুল জনপ্রিয়তা পেয়েছিল। কিন্তু এখন সবটা কেবলই স্মৃতি। এক সময় ছিল যখন এই গ্রামের শিল্পীরা (Artist)একত্রিত হয়ে নিজেরাই কাঠের পুতুল তৈরি করে পুতুল নাচ দেখাতাম। মানুষ তাতে আনন্দ পেত। কিন্তু আজ আর সেই দিন নেই। শুধু থেকে গেছে কাঠের সেই পুতুলগুলি।
তাদের মতে পাশ্চাত্য সংস্কৃতি এবং টেলিভিশন এসে যাওয়াতেই পুতুল নাচের অস্তিত্ব সংকট শুরু হয়। বাধ্য হয়ে তাঁরা রুটি রুজির তাগিদে অন্য পেশার দিকে ঝুঁকেছেন। এমনকি একটা সময় তাঁদের এই পুতুল নাচ এতটাই জনপ্রিয়তা অর্জন করেছিল যে রাশিয়াতে যাওয়ার আমন্ত্রণ পর্যন্ত পেয়েছিলেন শিল্পীরা। কিন্তু তখন বাড়ির মানুষেরা এতটা দূরে তাদের যেতে না দেওয়ায় তাদের যাওয়া হয়নি। শিল্পীদের বিশ্বাস এখনও, যদি সরকার বালাস গ্রামের পুতুল নাচকে জনসম্মুখে হাজির করে, এই সংস্কৃতিকে বাঁচাতে চায় তাহলে এখানকার শিল্পীরা তৈরি আছেন।


