Uttar Dinajpore স্নান করতে গিয়ে জলে তলিয়ে গেল তিন ভাইবোন, শোকের ছায়া করনদিঘিতে

Uttar Dinajpore স্নান করতে গিয়ে জলে তলিয়ে গেল তিন ভাইবোন, শোকের ছায়া করনদিঘিতে
26 May 2023, 02:50 PM

Uttar Dinajpore স্নান করতে গিয়ে জলে তলিয়ে গেল তিন ভাইবোন, শোকের ছায়া করনদিঘিতে

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন, উত্তর দিনাজপুর:  নদীতে স্নান করতে নেমে সলিল সমাধি হল তিন শিশুর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলায়। উত্তর দিনাজপুরের করনদিঘি (Karandighi) থানার দোমহনা গ্রাম পঞ্চায়েতের পশ্চিম চৌনাগারা এলাকায়। ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম রোজিনা খাতুন ( ৯), তাসিনা খাতুন (৭) এবং মহম্মদ রিজুয়ানু (৪)।

ঠিক কী ঘটেছিল? পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্থানীয় সুধানী নদীতে (Sudhani River) স্নান করতে গিয়েছিল তিন ভাইবোন। নদীটি কিন্তু অগভীর। কিন্তু মাফিয়াদের দৌরাত্মে বালি-মাটি তোলার কারণে কোথাও কোথাও গভীরতা রয়েছে বলে অভিযোগ। তাদের মধ্যে সব থেকে বড় ছিল ৯ বছরর রোজিনা। তার কোলে চার বছরের ছোট্ট ভাই রিজুয়ান। স্নান করার সময় রোজিনা দেখতে পায় তাসিনা জলে ডুবে যাচ্ছে। বোনকে বাঁচাতে ছুটে যায় সে। তখনও কোলে রয়েছে ভাই। কিন্তু তার চেষ্টা ব্যর্থ হয়। উল্টে বোনকে বাঁচাতে গিয়ে কোলের ভাই-সহ নিজেও জলে তলিয়ে যায়। তাতেই মৃত্যু হয়।

বৃহস্পতিবার সকালের এই ঘটনায় হতবাক সকলে। এলাকায় নেমেছে শোকের ছায়া। ঘটনার পর প্রশ্ন উঠেছে, অগভীর নদীতে কিভাবে এত গভীরতা তৈরি হল। কেন বালি ও মাটি মাফিয়াদের বিরুদ্ধে পদক্ষেপ করা হচ্ছে না। তাহলে তিন শিশুকে অকালে প্রাণ হারাতে হত না।

 

Mailing List