উৎসশ্রী পোর্টালে শিক্ষক বদলি স্থগিত! কেন এই সিদ্ধান্ত

উৎসশ্রী পোর্টালে শিক্ষক বদলি স্থগিত! কেন এই সিদ্ধান্ত
27 Sep 2022, 09:05 PM

উৎসশ্রী পোর্টালে শিক্ষক বদলি স্থগিত! কেন এই সিদ্ধান্ত

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: উৎসশ্রী পোর্টালের মাধ্যমে শিক্ষকদের বদলি প্রক্রিয়া আগামী ডিসেম্বর মাস পর্যন্ত স্থগিত রাখা হচ্ছে। বদলি প্রক্রিয়া স্থগিত থাকলেও আবেদন জানানোয় কোনও বাধা নিষেধ থাকছেন।  রাজ্যের স্কুল শিক্ষা সচিব মণীশ জৈন জানিয়েছেন  এবার থেকে বছরে দুবার করে শিক্ষকদের বদলি প্রক্রিয়া চালানো হবে । মূলত গ্রীষ্মকাল ও শীতকাল এই দুই সময় শিক্ষকদের বদলি করা হবে।তবে আবেদন করা যাবে সারা বছরই। এর জন্য একটি নির্দিষ্ট নীতি তৈরি করছে রাজ্য স্কুল শিক্ষা দফতর।শিক্ষা দফতর সুত্রে খবর  এর জন্য পোর্টাল বন্ধ করা হচ্ছে না। কিন্তু কী ভাবে এই দুই সময়ে বদলি হবে তার জন্য নির্দিষ্ট গাইডলাইন বা রূপরেখা তৈরি করে দেবে রাজ্য স্কুল শিক্ষা দফতর।

নবম-দশম, একাদশ- দ্বাদশ স্তরে স্কুল শিক্ষা দফতর নতুন নিয়োগের প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যেই তার শূন্য পদ চূড়ান্ত হয়ে গিয়েছে। রোস্টার তৈরির জন্য অনগ্রসর কল্যাণ দফতরকে পাঠানো হয়েছে। যা নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু করেছে নবান্ন।

 

যদিও স্কুল শিক্ষা দফতরের আধিকারিকদের দাবি, এই শূন্য পদ গুলি তৈরি ও সংরক্ষিত করার জন্যই গোটা বদলি প্রক্রিয়াকে আপাতত স্থগিত রাখা হল।ইতিমধ্যেই এই উৎসশ্রী পোর্টালের মাধ্যমে ২০ হাজারেরও বেশি শিক্ষক বাড়ির কাছে বদলির সুযোগ পেয়েছেন। কয়েক হাজার প্রাথমিক শিক্ষক ও এই পোর্টালের মাধ্যমে বদলির সুযোগ পেয়েছেন।

Mailing List