গ্লোয়িং স্কিন পেতে ব্যবহার করুন এই জিনিসগুলি

30 May 2023, 03:15 PM
গ্লোয়িং স্কিন পেতে ব্যবহার করুন এই জিনিসগুলি
আনফোল্ড বাংলা প্রতিবেদনঃ আমরা সবাই সুন্দর দেখতে লাগার জন্য গ্লোয়িং স্কিন(glowing skin) চাই। আমাদের হাতের কাছেই রয়েছে এমন কিছু জিনিস। যেগুলি দিয়ে আমরা পেতে পারি গ্লোয়িং স্কিন। তাহলে আসুন জেনে নিই সেই টিপসগুলি-
- চন্দন গুঁড়ো আর আমন্ড পাউডার- চন্দনের মধ্যে আছে অ্যান্টি ভাইরাল উপাদান, যা আমাদের স্কিনের মধ্যে থাকা অশুদ্ধি দূর করে। ফলে ব্রণ বা ফোঁড়ার মতো কিছু হয় না। আমন্ড স্কিনে পর্যাপ্ত নিউট্রিয়েন্টের যোগান দেয়। ফলে স্কিন ভিতর থেকে সুন্দর হয়ে ওঠে। ৪ চামচ চন্দন গুঁড়ো, ২ চামচ আমন্ড পাউডার, ৩ চামচ নারকেল তেল(coconut oil)। তিনটি উপকরণ একটি পাত্রে নিয়ে স্মুদ পেস্ট বানিয়ে নিন। তারপর এই পেস্ট মুখে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। অল্প শুকিয়ে আসলে ধুয়ে নিন। এটা সপ্তাহে তিনবার করতে পারেন।
- হলুদ আর চালের গুঁড়োর প্যাক- হলুদের মধ্যে থাকা অ্যান্টিসেপটিক উপাদান স্কিন ব্লিচ করে সুন্দর করে তোলে। চালের গুঁড়োর মধ্যে আছে এক্সফোলিয়েটিং উপাদান। এর পাশাপাশি চাল খুব ভাল স্কিন হোয়াইটনিং করতে সাহায্য করে। এর সঙ্গে থাকা টম্যাটো স্কিন টোন নর্মাল করে। ২ চামচ হলুদ গুঁড়ো, ২ চামচ চালের গুঁড়ো, ২ চামচ টম্যাটোর রস। তিনটি উপকরণ একটি পাত্রে নিয়ে ভাল করে মিশিয়ে নিন। একটি স্মুদ পেস্ট তৈরি হবে। এই স্মুদ পেস্ট মুখে লাগিয়ে রেখে দিন ৩০ মিনিট। তারপর ধুয়ে নিন। এটি সপ্তাহে তিন থেকে চারবার করতে পারেন।
- অ্যালোভেরা আর লেবুর রস-লেবু স্কিনকে ভিতর থেকে পরিষ্কার করে আর ব্রাইট করে তোলে। অ্যালোভেরা ফ্রি র্যাডিকেল হতে দেয় না। ফলে স্কিনের স্বাস্থ্য ভিতর থেকে মজবুত হয়। ৩ চামচ অ্যালোভেরার রস, ১ চামচ লেবুর রস। একটি পাত্রে এই দুই উপকরণ মিশিয়ে নিন। এটি একটি ময়েশ্চারের মতো ব্যবহার করে রাতে শুতে যাওয়ার আগে মুখে মেখে নিন। সারা রাত রেখে দিন। তারপর পরের দিন মুখ ধুয়ে নিন। এটা আপনি চাইলে রোজ রাতে করতে পারেন। এক দিন ছাড়া ছাড়াও করতে পারেন।


