ত্বক উজ্জ্বল ও সতেজ রাখতে ব্যবহার করুন অলিভ অয়েলের ফেসপ্যাক

ত্বক উজ্জ্বল ও সতেজ রাখতে ব্যবহার করুন অলিভ অয়েলের ফেসপ্যাক
আনফোল্ড বাংলা প্রতিবেদনঃ গরমে ট্যান, ব্রণ থেকে শুরু করে কালো প্যাচের মতো সমস্যা চলতেই থাকে। এবার গরমে ত্বকের নিন বিশেষ যত্ন। ব্যবহার করুন অলিভ অয়েলের ফেসপ্যাক। এতে ত্বক হবে উজ্জ্বল ও সতেজ।
একটি পাত্রে দই নিন। তার সঙ্গে মেশান পরিমাণ মতো অলিভ অয়েল। ভালো করে মিশিয়ে তা মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। মিলবে উপকার।
প্রথমে শসা গ্রেট করে রস আলাদা করে নিন। সেই শসার রসের সঙ্গে মেশান অলিভ অয়েল। ভালো করে মিশিয়ে তা ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। মিলবে উপকার।
কলা চটকে নিন। এবার তার সঙ্গে মেশান অলিভ অয়েল। ভালো করে মিশিয়ে নিন। তা মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। মিলবে উপকার।
কটি পাত্রে মধু নিন। তার সঙ্গে মেশান পরিমাণ মতো অলিভ অয়েল। ভালো করে মিশিয়ে তা মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। মিলবে উপকার।
একটি পাত্রে লেবুর রস নিন। তার সঙ্গে মেশান পরিমাণ মতো অলিভ অয়েল। ভালো করে মিশিয়ে তা মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। মিলবে উপকার। ত্বক হবে উজ্জ্বল।
গরমের জন্য উপযুক্ত অলিভ অয়েলের তৈরি প্যাক ব্যবহার করুন। এতে ত্বক উজ্জ্বল ও সতেজ হবে।


