অসময়ে চুলের আগা ফাটছে? রইল সমাধান

23 May 2023, 01:45 PM
অসময়ে চুলের আগা ফাটছে? রইল সমাধান
আনফোল্ড বাংলা প্রতিবেদনঃ শীতে চুলের আগা ফাটে শোনা যায়, তবে গরমেও যে চুল রুক্ষ ও আগা ফেটে যায়। এ বোধহয় এই আবহাওয়াতেই সম্ভব। এই সময় চুলের আর্দ্রতা বজায় রাখতে প্রয়োজন বাড়তি যত্ন। জেনে নিই এ সময় চুলের যত্নে কী করবেন-
* এই সময় মাথার ত্বকে নিয়মিত তেল মালিশ করতে হবে। ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায় ফলে চুল দ্রুত বাড়ে।
* প্রয়োজন ছাড়া শ্যাম্পু করবেন না। শ্যাম্পু মাথার ত্বক পরিষ্কার রাখে কিন্তু প্রাকৃতিক তেল শুষে নেয়।
* এ সময় আর্দ্রতা রক্ষাকারী শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করা। আবহাওয়া ও চুলের ধরন অনুযায়ী প্রসাধনী ব্যবহার করতে হবে।
* সপ্তাহে একবার ‘ডিপ কন্ডিশনিং হেয়ার মাস্ক’ ব্যবহার করুন। আর্গন তেলসমৃদ্ধ চুলের মাস্ক চুলকে আর্দ্র ও মসৃণ রাখতে সহায়তা করে।
* তাপীয় যন্ত্র চুলে কম ব্যবহার করুন। বাতাসে চুল শুকানো ভালো।


