এক বছরে পা দিল আনফোল্ড বাংলা

এক বছরে পা দিল আনফোল্ড বাংলা
দেখতে দেখতে একটা বছর কেটে গেল। না, এই বছরটা খুব একটা সহজ ছিল না। শুরুটা হয়েছিল আর পাঁচটা বছরের মতোই। তার কিছুদিন পরই এলো এক ভয়ঙ্কর বার্তা। যা বিশ্বকে নাড়িয়ে দিল। কত মানুষের যে মৃত্যু হল, কত অর্থনৈতিকক্ষতি হল তার ইয়ত্তা নেই। মানুষের মৃত্যু মিছিলের পাশাপাশি পায়ে হেঁটে শ’ শ’ কিলোমিটার হাঁটার মিছিলও দেখা দিল। যা বিশ্ব আগে কখনও দেখেনি। লকডাউন, গৃহবন্দি, কাজ হারানো, সব কিছুই দেখেছে মানুষ। দেখেছে, কেন? এখনও দেখছে। পরিস্থিতি এখনও শান্ত হয়নি। শুধু সকলেই আশায় দিন গুনছেন, আবার পৃথিবী শান্ত হবে।
গত বছর, ১ জানুয়ারিতেই আত্মপ্রকাশ করেছিল ‘আনফোল্ড বাংলা’। শৈশবেই করোনা ধাক্কায় বেসামাল হল। গতি মন্থর হল ঠিকই, তবু হাল ছাড়ল না। ধীর পদক্ষেপে এগিয়ে চলল। আর তা সম্ভব হল কেবলমাত্র পাঠকদের জন্য। হাজার, লক্ষ ছাড়িয়ে মিলিয়ন – নাম না জানা একটি ওয়েব পোর্টালের খবর দেখতে লাগলেন। না, কোনও সীমার মধ্যে থেকে নয়, বরং সীমা ছাড়িয়ে সে এগিয়ে চলল। কাঁটাতার ছাড়িয়ে অবলীলায় পৌঁছে গেল বাংলাদেশ। সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে চলে গেল আমেরিকা, চীন, জাপান....। সারা বিশ্বজুড়ে কত না বাঙালি ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। সকলের আশীর্বাদ বর্ষিত হয়েছে আমাদের এই অনামী ওয়েব পোর্টালের ওপর। অনেকে অনেক মতামত দিয়েছেন। আমরা ক্ষুদ্র হলেও সাধ্য মতো চেষ্টা চালিয়ে গিয়েছি সব ধরণের সংবাদ পৌঁছে দেওয়ার। তাঁদের মতামতকে গুরুত্ব দেওয়ার। আমাদেরও আশা, পরিস্থিতি একদিন স্বাভাবিক হবে। করোনার করাল গ্রাস থেকে মুক্তি মিলবে। আবারও তখন এগিয়ে চলব আরও দ্রুত গতিতে। পাঠকদের আশীর্বাদ ও অনুপ্রেরণা আমাদের পাথেয়।
দেখতে দেখতে একটা বছর কেটে গেল। না, এই বছরটা খুব একটা সহজ ছিল না। শুরুটা হয়েছিল আর পাঁচটা বছরের মতোই। তার কিছুদিন পরই এলো এক ভয়ঙ্কর বার্তা। যা বিশ্বকে নাড়িয়ে দিল। কত মানুষের যে মৃত্যু হল, কত অর্থনৈতিকক্ষতি হল তার ইয়ত্তা নেই। মানুষের মৃত্যু মিছিলের পাশাপাশি পায়ে হেঁটে শ’ শ’ কিলোমিটার হাঁটার মিছিলও দেখা দিল। যা বিশ্ব আগে কখনও দেখেনি। লকডাউন, গৃহবন্দি, কাজ হারানো, সব কিছুই দেখেছে মানুষ। দেখেছে, কেন? এখনও দেখছে। পরিস্থিতি এখনও শান্ত হয়নি। শুধু সকলেই আশায় দিন গুনছেন, আবার পৃথিবী শান্ত হবে।
গত বছর, ১ জানুয়ারিতেই আত্মপ্রকাশ করেছিল ‘আনফোল্ড বাংলা’। শৈশবেই করোনা ধাক্কায় বেসামাল হল। গতি মন্থর হল ঠিকই, তবু হাল ছাড়ল না। ধীর পদক্ষেপে এগিয়ে চলল। আর তা সম্ভব হল কেবলমাত্র পাঠকদের জন্য। হাজার, লক্ষ ছাড়িয়ে মিলিয়ন – নাম না জানা একটি ওয়েব পোর্টালের খবর দেখতে লাগলেন। না, কোনও সীমার মধ্যে থেকে নয়, বরং সীমা ছাড়িয়ে সে এগিয়ে চলল। কাঁটাতার ছাড়িয়ে অবলীলায় পৌঁছে গেল বাংলাদেশ। সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে চলে গেল আমেরিকা, চীন, জাপান....। সারা বিশ্বজুড়ে কত না বাঙালি ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। সকলের আশীর্বাদ বর্ষিত হয়েছে আমাদের এই অনামী ওয়েব পোর্টালের ওপর। অনেকে অনেক মতামত দিয়েছেন। আমরা ক্ষুদ্র হলেও সাধ্য মতো চেষ্টা চালিয়ে গিয়েছি সব ধরণের সংবাদ পৌঁছে দেওয়ার। তাঁদের মতামতকে গুরুত্ব দেওয়ার। আমাদেরও আশা, পরিস্থিতি একদিন স্বাভাবিক হবে। করোনার করাল গ্রাস থেকে মুক্তি মিলবে। আবারও তখন এগিয়ে চলব আরও দ্রুত গতিতে। পাঠকদের আশীর্বাদ ও অনুপ্রেরণা আমাদের পাথেয়।


