চাপে পড়ে এবার ব্রিজভূষণের বাড়িতে দিল্লি পুলিশ, রেকর্ড করা হল ১২ জনের বয়ান

চাপে পড়ে এবার ব্রিজভূষণের বাড়িতে দিল্লি পুলিশ, রেকর্ড করা হল ১২ জনের বয়ান
আনফোল্ড বাংলা প্রতিবেদন: দেশজোড়া প্রবল চাপের মুখে পড়ে অবশেষে সর্বভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়েরর বাড়িতে মঙ্গলবার হানা দিল দিল্লি পুলিশ। অভিযুক্ত কর্তার উত্তরপ্রদেশের বাড়িতে যায় পুলিশ। সেখানে গিয়ে ১২ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁদের বয়ান রেকর্ডও করা হয়। দীর্ঘ দিন ধরেই ব্রিজভূষণের বিরুদ্ধে অভিযোগে সরব মহিলা কুস্তিগিররা। সাক্ষী মালিক, বজরং পুনিয়া, বিনেশ ফোগতরা এফআইআর করেছিলেন। কিন্তু দিল্লি পুলিশ প্রথমে জানিয়েছিল যে, ব্রিজভূষণের বিরুদ্ধে কোনও প্রমাণ পায়নি তারা।
কিন্তু চাপের মুখে পড়ে এবার তৎপর হল পুলিশ। এদিন পুলিশ যে ১২ জনকে জিজ্ঞাসাবাদ করেছে, তাঁদের মধ্যে ব্রিজভূষণ রয়েছেন কি না তা জানা যায়নি। জেরার সময় ব্রিজভূষণ বাড়িতে ছিলেন কি না তাও জানা যায়নি। যাঁদের বয়ান রেকর্ড করা হয়েছে, তাঁদের নাম, ঠিকানা এবং পরিচয়পত্র নিয়েছে পুলিশ। ব্রিজভূষণের বিরুদ্ধে এই অভিযোগের তদন্তে এখনও পর্যন্ত মোট ১৩৭ জনের বয়ান রেকর্ড করা হয়েছে। অলিম্পিক্স পদকজয়ী সাক্ষী মালিক, বজরং পুনিয়াদের অভিযোগ, মহিলা কুস্তিগিরদের উপর যৌন নির্যাতন করতেন ব্রিজভূষণ। যাকে ডাহা মিথ্যে বলে উড়িয়ে দিয়েছেন কুস্তি ফেডারেশনের সভাপতি। ব্রিজভূষণের বিরুদ্ধে দু’টি এফআইআরে মোট ১০টি নিগ্রহের ঘটনার কথা উল্লেখ করেছেন সাক্ষী, বজরংরা। সেখানে নির্দিষ্ট করে বলা আছে কোথায়, কখন, কাকে নিগ্রহ করেছেন ব্রিজভূষণ। তাঁর মধ্যে এক নাবালিকাকে নিগ্রহের অভিযোগও রয়েছে। তাঁরা ব্রিজভূষণের বিরুদ্ধে বক্তব্যও রেখেছেন। সেগুলিও এফআইআরে উল্লেখ করা হয়েছে। গত ২৮ এপ্রিল দিল্লি পুলিশে এই এফআইআর দায়ের করা হয়। তাতে বলা হয়েছে, ব্রিজভূষণ বাড়তি সুবিধা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে একাধিক মেয়ের শরীর অস্বস্তিকর ভাবে ছুঁয়েছেন। ব্রিজভূষণের বিরুদ্ধে ৩৫৪, ৩৫৪এ এবং ৩৪ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।


