চাপে পড়ে ব্রিজভষণ কাণ্ডে তদন্ত কমিটি? বাংলা থেকে কে আছেন কমিটিতে?

চাপে পড়ে ব্রিজভষণ কাণ্ডে তদন্ত কমিটি? বাংলা থেকে কে আছেন কমিটিতে?
আনফোল্ড বাংলা প্রতিবেদন: চাপে পড়ে অবশেষে ব্রিজভূষণ শরণ সিং কাণ্ডে কড়া অবস্থান ইনল ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন। আইওএ-র তরফে সাত সদস্যের কমিটি গঠন করা হল। অভিযুক্ত ফেডারেশন প্রধান ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে তদন্ত করবে এই কমিটি।
মেরি কম, যোগেশ্বর দত্তের মতো অলিম্পিকে পদকজয়ীরা রয়েছেন এই কমিটিতে। সেই সঙ্গে দোলা বন্দ্যোপাধ্যায়, অলোকনন্দা অশোক, সহদেব যাদবের মতো ক্রীড়া তারকারা। সাত সদস্যের তদন্ত কমিটিতে রয়েছেন দুই আইনজীবীও।
সূত্রের খবর, কেন্দ্রীয় সরকার জানিয়েছে, তারা সরাসরি জাতীয় কুস্তি সংস্থার সভাপতির পদ থেকে ব্রিজভূষণকে অপসারণ করতে পারবে না। কারণ তিনি নির্বাচিত আধিকারিক। ফলে ২২ জানুয়ারি সাধারণ সভায় বাকি সদস্যের মতামতের ভিত্তিতে ব্রিজভূষণকে সরানো হতে পারে।অ্যাসোসিয়েশনের তরফে তদন্ত কমিটি গঠনের ঘোষণা করা হয়। তবে এই কমিটি কবে রিপোর্ট পেশ করবে, তা নিয়ে কিছু জানা যায়নি।
অন্যদিকে, শুক্রবারেই সাংবাদিক বৈঠকে বসার কথা ছিল অভিযুক্ত ব্রিজভূষণের। কিন্তু শেষ মুহূর্তে তা বাতিল করে দেওয়া হয়। ব্রিজভূষণের পুত্র প্রতীক বলেন, 'এই বিষয়ে কোনও মন্তব্য করার অধিকার নেই আমাদের। আগামী ২২ জানুয়ারি ফেডারশনের বার্ষিক সভা রয়েছে। তারপরেই মিডিয়ার মুখোমুখি হবেন ব্রিজভূষণ।'
এর মাঝেই যৌন নির্যাতনের অভিযোগ এনেছেন মহিলা কুস্তিগির কবিতা দালাল। তিনি এখন ডব্লিউডব্লিউই-তে অংশগ্রহণ করেন। জানিয়েছেন, নির্যাতনের কারণেই অন্য খেলায় চলে যেতে হয়েছে তাঁকে। কবিতা নিজে থেকে এগিয়ে এলেও নির্যাতনের শিকার হওয়ার বাকি কোনও কুস্তিগিরের নাম এখনও জানা যায়নি।


