শ্রীলঙ্কা থেকে সরে গেল অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ, কোন দেশে হবে?

শ্রীলঙ্কা থেকে সরে গেল অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ, কোন দেশে হবে?
আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কা থেকে সরে গেল আইসিসি ইভেন্ট। শ্রীলঙ্কা ক্রিকেটে অস্থিরতার পর, ক্রিকেটের সর্বোচ্চ প্রশাসনিক সংস্থা অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের পরবর্তী সংস্করণ দক্ষিণ আফ্রিকায় স্থানান্তর করার সিদ্ধান্ত নিয়েছে। একটি সর্বভারতীয় সংস্থায় প্রকাশিত খবর অনুসারে সূত্রের খবর আহমেদাবাদের বৈঠকে আইসিসি বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে। আইসিসি দীর্ঘ আলোচনার পর এসএলসিকে সাসপেন্ড করে রাখার সিদ্ধান্ত বহাল রেখেছে। আইসিসি জানিয়েছে সাসপেনশন তোলা হবে না, তবে দ্বীপ রাষ্ট্রের ক্রিকেট দল ক্রিকেট খেলতে পারবে।
এদিকে, আইসিসি'র হিসেবে বলছে প্রায় ৯৩ হাজার মানুষ আহমেদাবাদের মাঠে হাজির হয়েছিলেন বিশ্বকাপ ফাইনাল দেখতে। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গ্যালারির চেয়ারগুলোর রঙ গেরুয়া। কিন্তু গোটা ম্যাচ জুড়ে গেরুয়ার চিহ্নমাত্র দেখা যায় নি সেখানে। বরং যে দিকে চোখ যায় কেবল নীল আর নীল। 'মেন ইন ব্লু'কে সমর্থন জানাতে আহমেদাবাদ নীলসমুদ্রের রূপ নিয়েছিলো যেন। কিন্তু দিনের শেষে অজি শৌর্য্যের সামনে সেই নীল রঙকে বেশ ফিকে মনে হলোআইসিসি বিজ্ঞপ্তি জারি করে লিখেছে, 'এবারের বিশ্বকাপ মাঠে বসে দেখেছেন ১২ লক্ষ ৫০ হাজার ৩০৭ জন ক্রিকেটপ্রেমী। বিশ্বকাপে যখন ৬টি ম্যাচ বাকি তখনই মাঠে উপস্থিত দর্শকের সংখ্যা ১০ লক্ষের গণ্ডি পেরিয়ে যায়। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে যত সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন তাতে আইসিসি খুশি হলেও ফাইনালে বিশ্বরেকর্ড হয়নি বলেই জানা যাচ্ছে।
একটি সংবাদমাধ্যমের দাবি, ফাইনালে গ্যালারিতে ছিলেন ৯২,৪৫৩ জন দর্শক। এর আগে ২০১৫ সালের বিশ্বকাপে মেলবোর্নের এমসিজিতে দর্শকসংখ্যা ছিল ৯৩,০১৩।


