আবারও ব্যাঙ্ক জালিয়াতির শিকার উলুবেড়িয়ার শিক্ষক

আবারও ব্যাঙ্ক জালিয়াতির শিকার উলুবেড়িয়ার শিক্ষক
সুলেখা চক্রবর্তী, হাওড়া
আবারো ব্যাংক জালিয়াতির শিকার উলুবেড়িয়ার এক শিক্ষকের। একই সময়ে দুটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়া হয়েছে এমনটাই অভিযোগ করেছেন উলুবেড়িয়া থানা ও সাইবার সেল দপ্তর পানিয়াড়ায়। উলুবেড়িয়া বাহিরতফা কোনচৌকি হরিজন প্রাথমিক বিদ্যালয় শিক্ষক জয়ন্ত চৌধুরী সোমবার স্কুল ছুটির সময় ফোনে একটি মেসেজ পান যে তার অ্যাকাউন্ট থেকে ১০ হাজার টাকা তুলে নেয়া হয়েছে উলুবেড়িয়া শাখার ইউনিয়ন ব্যাংকের অ্যাকাউন্ট থেকে। এই মেসেজ পাওয়ার পরেই তিনি অবাক হয়ে যান। কারণ তিনি কাউকে কোন টাকা দেননি বা এই সংক্রান্ত কোনো তথ্য তিনি দেননি। তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে উলুবেড়িয়ার বানিতবলা ব্রাঞ্চ ইউকো ব্যাংকে থাকা অ্যাকাউন্টের SMS এর সিস্টেমের মাধ্যমে ব্যালেন্স চেক করে দেখেন সেখান থেকেও তার 10 হাজার টাকা তোলা হয়েছে। এবং দুটি ট্রানজাকশন একই সময় হয়েছে বলে তিনি জানান। স্বভাবত অ্যাকাউন্ট থেকে কে বা কারা এই টাকা তুলে নিয়েছেন তা নিয়ে তিনি হতভম্ব হয়ে যান। সঙ্গে সঙ্গে তিনি দুটি ব্যাংকের কাস্টমার কেয়ারে যোগাযোগ করেন সেখান থেকে তাকে বলা হয় আধার লিংক এর মাধ্যমে এই টাকাটি তুলে নিয়েছে কেউ বা কারা তার সঠিক তথ্য তাদের কাছে নেই। মাস্টারমশাই তৎক্ষণাৎ অ্যাকাউন্ট দুটি বন্ধ করেন কাস্টমার কেয়ারের মাধ্যমে। এবং এই ব্যাপারে উলুবেড়িয়া থানায় একটি লিখিত অভিযোগ করেন। সেখানে গিয়ে তিনি দেখেন, তার মত আরও বেশ কয়েকজন এই ব্যাংক প্রতারণার শিকার হয়েছেন। উলুবেড়িয়া থানার পরামর্শেই তিনি পানিয়াড়া সাইবার সেলে একটি অভিযোগ করেন। এর মধ্যেই তার সঙ্গে যোগাযোগ করেন ন্যাশনাল পেমেন্ট লিগাল সেল (NPCI)।
জয়ন্ত বাবুর বক্তব্য, কোন সিস্টেমের মাধ্যমে আমার একাউন্ট থেকে টাকা তুলে নেওয়া হলো সেই নিয়ে আমি ধোঁয়াশায় রয়েছি। আমাদের মত সামান্য রোজগারে সংসার চালাতে হিমশিম খেতে হয়। তার ওপর যদি অ্যাকাউন্ট থেকে এইভাবে টাকা গায়েব হয়ে যায় তাহলে তো খুব দুশ্চিন্তার।


