শিব সৈনিকদের সঙ্গে বিশ্বাস ঘাতকতা করেছেন উদ্ধব ঠাকরে, অভিযোগ শিন্ডের

শিব সৈনিকদের সঙ্গে বিশ্বাস ঘাতকতা করেছেন উদ্ধব ঠাকরে, অভিযোগ শিন্ডের
06 Oct 2022, 02:15 PM

শিব সৈনিকদের সঙ্গে বিশ্বাস ঘাতকতা করেছেন উদ্ধব ঠাকরে, অভিযোগ শিন্ডের

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: দশেরার মঞ্চ থেকে একদা তাঁরই অনুগামী ও মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে বিশ্বাসঘাতক বলে তোপ দেগেছিলেন উদ্ধব ঠাকরে। তারপর ২৪ ঘন্টাও কাটল না, পালটা দিলেন একনাথ শিন্ডে। তিনি বললেন, আমি নয়, বরং উদ্ধব ঠাকরেই বিশ্বাসঘাতকতা করেছেন শিব সৈনিকদের সঙ্গে। বিজেপির সঙ্গে জোট বেধে নির্বাচন লড়ে  নির্বাচনের পর কংগ্রেস ও এনসিপির সঙ্গে জোট বেঁধে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেন উদ্ধব ঠাকরে। এটাই প্রমাণ করে তিনি বিশ্বাসঘাতক।

উদ্ধব ঠাকরেকে কটাক্ষ করে শিবসেনার বিদ্রোহী নেতা তথা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী শিন্ডে বলেন, কংগ্রেস ও এনসিপির সঙ্গে জোট বেঁধে আপনিই বালা সাহেব ঠাকরে ও শিবসেনার সমর্থকদের প্রতি বিশ্বাসঘাতকতা করেছেন। শিবসেনার এই দুই যুযুধান শিবির দু জায়গায় এবার আলাদা ভাবে দশেরা পালন করে। শিবাজি পার্কে দশেরা পালন করে উদ্ধব ঠাকরে শিবির। পালটা এমএমজিএ পার্কে দশেরার আয়োজন করেছিল একনাথ শিন্ডে শিবির। শিবাজি পার্ক থেকে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে বিশ্বাসঘাতক বলেন ঠাকরে। তারপর এমএমজিও পার্ক থেকে পাল্টা জবাব দেন শিন্ডে। তিনি অভিযোগ করেন, বালাসাহেব ঠাকরে বলেছিলেন তিনি প্রয়োজনে দল তুলে দেবেন, তবু কংগ্রসের সঙ্গে জোটে যাবেন না। আর আপনি (উদ্ধব ঠাকরে) সেই কাজটাই করলেন বালা সাহেবের মতের বিরুদ্ধে গিয়ে। এটা শুধু বালা সাহেবকে অপমান নয়, প্রতিটি শিব সৈনিকদেরও অপমান, যারা এতগুলো বছর দলকে দিয়েছে।

হিন্দুত্বের প্রসঙ্গ তুলেও আক্রমণ শানিয়েছেন একনাথ শিন্ডে। তিনি বলেন, আপনি আর হিন্দুত্ব নিয়ে একটা কথা বলবেন না। যখন সবাই বীর সাভারকরের বিরোধিতা করছিল তখন আপনি চুপ ছিলেন। সাভারকর আমাদের কাছে ভগবানের মতো। কিন্তু কংগ্রেসের চাপে আমাদের তখন আপনি চুপ করিয়ে রেখেছিলেন। এদিন একই সঙ্গে তিনি ফাঁস করে দিয়েছেন যে উদ্ধব ঠাকরে নাকি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আড়ালে হাসি ঠাট্টাও করেন। তবে এর কোনও জবাব এখনও উদ্ধব শিবির থেকে মেলেনি।

Mailing List