গলায় ইন্ডিয়ান রক পাইথন ঝুলিয়ে টাকা চেয়ে ঘুরছিল দুই যুবক, খবর পেয়ে উদ্ধার করা হল সেটিকে

গলায় ইন্ডিয়ান রক পাইথন ঝুলিয়ে টাকা চেয়ে ঘুরছিল দুই যুবক, খবর পেয়ে উদ্ধার করা হল সেটিকে
নারায়ণ সরকার, মালদা
সাপকে গলায় জড়িয়ে নিয়ে ঘুরছিল দু’জন। আর গ্রামের মানুষের কাছে পয়সা চাইছিল। তা দেখে সেখানে হাজির হন পশুপ্রেমী ও সর্পপ্রেমিরা। তারপর সাপটিকে উদ্ধার করেন। সোমবার ঘটনাটি ঘটছে মালদহের পুরাতন মালদার সাহাপুর ছাতিয়ান মোড় এলাকায়। ঘটনার পর সাপটিকে চিকিৎসা করা হচ্ছে। তারপর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে বন দফতর জানিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একজন একটি ইন্ডিয়ান রক পাইথন গলায় নিয়ে ঘুরছে বলে খবর যায় মালদার অ্যানিমেল কেয়ার ইউনিটের সদস্যদের কাছে। তাঁরা সঙ্গে সঙ্গে দৌড়ে আসেন। তখন ভয়ে সাপ ফেলে পালিয়ে যায় দুই ব্যক্তি। অ্যানিম্যাল কেয়ার ইউনিট এর পক্ষ সাপটিকে উদ্ধার করে মালদা বন দপ্তরের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়। সর্পপ্রেমী সুব্রত সাহা জানান, এই সাপ মালদা এলাকায় মেলে না। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় মেলে। আমরা জানতে পেরেছি, যে দু’জন সাপটি নিয়ে এসেছিল তারা ওড়িষার বাসিন্দা।
বন দপ্তরের বিট অফিসার প্রদীপ গোস্বামী জানিয়েছেন, উদ্ধার হওয়ার সাপটি ইন্ডিয়ান রক পাইথন নামে পরিচিত। সাপটির স্বাস্থ্য পরীক্ষা করে তার অনুকূল পরিবেশে ছাড়ার ব্যবস্থা করা হবে।


