২০২২ সালেও হলদিয়া পুরসভার দু’টি গ্রাম বিদ্যুৎহীন! কী ব্যাখ্যা দিলেন কুণাল ঘোষ 

২০২২ সালেও হলদিয়া পুরসভার দু’টি গ্রাম বিদ্যুৎহীন! কী ব্যাখ্যা দিলেন কুণাল ঘোষ 
04 Dec 2022, 10:20 AM

২০২২ সালেও হলদিয়া পুরসভার দু’টি গ্রাম বিদ্যুৎহীন! কী ব্যাখ্যা দিলেন কুণাল ঘোষ 

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: ২০২২ সাল শেষ হতে চললো। তবু দু’টি আস্ত গ্রামে বিদ্যুৎ সংযোগ নেই! না, এটা কোনও প্রত্যন্ত এলাকা নয়। এই এলাকাটি হলদিয়া পুরসভার মধ্যে। যা নিয়ে এবার তোলপাড়।

শনিবারই পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে সভা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি সভায় যাওয়ার আগে মারিশদায় একটি গ্রামে যান। সেখানেও বিস্তর অভিযোগ শোনেন। তারপরই মারশিদার প্রধান ও উপপ্রধানকে ইস্তফা দেওয়ার নির্দেশ দেন। আর হলদিয়ার ২৭ নম্বর ওয়ার্ডের দু’টি গ্রামে এখন‘ বিদ্যুৎ সংযোগ নেই শুনে সেখানে ছুটে যান তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন। গ্রাম থেকেই কথা বলেন প্রশাসনিক কর্তাদের সঙ্গেও। কিভাবে বিদ্যুৎ সংযোগ দেওয়া যায় সে চেষ্টা করেন।

কিন্তু কেন বিদ্যুৎ সংযোগ হয়নি এখনও? সে ব্যাখ্যা দিতে সিপিএমের চৌত্রিশ বছরের শাসনকে দায়ী করলেন। তারপরই দায়ী করলেন তৃণমূলের আমলে শুভেন্দু রাজকে! টুইট করে লিখলেন, সিপিএম রাজেও উপেক্ষিত এবং অধিকারী রাজেও উপেক্ষিত! এখানে জমি সংক্রান্ত সমস্যা রয়েছে বলেও তিনি জানান। সব সমস্যা সমাধানের আশ্বাসও দেন তিনি।

Mailing List