KGP station খড়্গপুর স্টেশনে দাঁড়িয়ে গল্প করছিলেন দুই টিকিট পরীক্ষক, হঠাৎ গায়ে ছিঁড়ে পড়লো বিদ্যুতের তার, তারপর...দেখুন ছবি
KGP station খড়্গপুর স্টেশনে দাঁড়িয়ে গল্প করছিলেন দুই টিকিট পরীক্ষক, হঠাৎ গায়ে ছিঁড়ে পড়লো বিদ্যুতের তার, তারপর...দেখুন ছবি
আনফোল্ড বাংলা প্রতিবেদন: এক কথায় ভয়াবহ। স্টেশনে দাঁড়িয়ে গল্প করছিলেন দুই টিকিট পরীক্ষক। এমন সময় হঠাৎ ছিঁড়ে পড়লো বিদ্যুতের তার। সোজা লাগলো এক টিকিট পরীক্ষকের শরীরে। নিমিষে ছিটকে পড়লেন তিনি রেল লাইনে। বুধবার ঘটনাটি ঘটেছে খড়্গপুর স্টেশনে।
রেল জানিয়েছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত কর্মরত টিকিট পরীক্ষকের নাম সুজন সিং সর্দার। বর্তমানে খড়গপুর রেলওয়ে হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে খড়গপুর স্টেশনের চার নম্বর প্লাটফর্মে। রেলওয়ে সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে তিনি দাঁড়িয়ে ছিলেন দুই এবং চার নম্বর প্লাটফর্মের ফুট ওভারব্রিজের সামনে।
সিসি ক্যামেরা ফুটেজে দেখা যাচ্ছে, ওই টিটি আরও এক টিটির সঙ্গে দাঁড়িয়ে কথা বলছেন। দুজনে কথোপকথনের মাঝে হঠাৎই বিদ্যুতের একটি তার ছিঁড়ে পড়ে। সেটি লাগে তাঁর শরীরে। উল্টো দিকে দাঁড়িয়ে থাকা অপর টিটি সরে গেলেও সুজনের শরীরে বিদ্যুতের ঝলকানি দেখা যায়। বিদ্যুতের সংস্পর্শ আসার পরেই মাটিতে লুটিয়ে পড়েন সুজন সিং সর্দার। প্ল্যাটফর্ম থেকে সোজা পড়ে যান রেললাইনে। ঘটনা জানাজানি হতে ছুটে আসেন রেলের অন্যান্য কর্মীরা। আহত সুজন সিং সর্দারকে উদ্ধার করে রেলওয়ে হাসপাতালে নিয়ে যায়। সিনিয়ার ডিসিএম খড়গপুর রাজেশ কুমার জানিয়েছেন, কর্মরত অবস্থায় এক টিটি আহত হয়েছেন। দুটি তারের মধ্যে কোনরকম সংস্পর্শে এসে বিদ্যুতের তার ছিড়ে পড়ে। আর তাতেই আহত হয়েছেন। কি করে ওই ঘটনা ঘটলো তার তদন্ত শুরু হয়েছে।