মালদায় একই দিনে আত্মঘাতী দুই কিশোর-কিশোরী

মালদায় একই দিনে আত্মঘাতী দুই কিশোর-কিশোরী
আনফোল্ড বাংলা প্রতিবেদন: একইদিনে মালদার পৃথক দুটি এলাকায় দুই কিশোর-কিশোরীর আত্মহত্যার ঘটনা ঘটল। দুটি ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে বামনগোলা থানার পাকুয়া গ্রাম পঞ্চায়েতের মির্জাপুর এলাকায় দশম শ্রেণীর এক ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। মৃত ছাত্রীর নাম মন্দিরা মণ্ডল (১৫)। মৃত ছাত্রী পাকুয়া গার্লস হাইস্কুলের পাঠরতা ছিল বলে জানা গিয়েছে। পরে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করেছে।
মৃত ছাত্রীর মামা মনোজিৎ মণ্ডল জানিয়েছেন, পড়া নিয়ে বাবা-মা বকাবকি করেছিল তাঁদের মেয়েকে। এতেই হয়ত অভিমানে আত্মহত্যা করেছে মন্দিরা।
অন্য দিকে, পুরাতন মালদা থানার সাহাপুর এলাকায় গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হয়েছেন কৃষ্ণ হালদার (১৯) নামে এক কিশোর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই কিশোর জুয়ার নেশায় আসক্ত ছিল। তা নিয়ে বাড়িতে অশান্তি হওয়ার পরই এই অঘটন ঘটায় সে। দুটি ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট থানার পুলিশ।

