সৌম্য সরকারের দু’টি কবিতা- প্রতীক্ষা ও শব্দবীজ

02 Jan 2022, 07:10 PM
সৌম্য সরকারের দু’টি কবিতা- প্রতীক্ষা ও শব্দবীজ
প্রতীক্ষা
এতটা পথ পেরিয়ে এলাম
ঘর ছেড়ে এতদূর
কই, তুমি তো এলে না
এতক্ষণ ধ্যানমগ্ন ছিলাম
বিরহ গন্ধমেদুর
তুমি তো দেখা দিলে না।
তুমি আসো বলেই বেছে নেওয়া এই পরবাস
তুমি আসো বলেই ছুঁয়ে থাকা প্রতীক্ষা-লাশ
এতটা ত্যাগ যথেষ্ট নয়?
তোমাকে পেতে গেলে, বলো,
আর কি কি ছেড়ে দিতে হয়?
******
শব্দবীজ
সে বলেছিল
তোমার নিজের কিছু দিও
পাঁচতারা বাড়িটার তাকে রেখে দেবো
সুগন্ধ নেবো
সারাটা জীবন।
দেওয়া হয়নি
অজান্তে কয়েকটা শব্দ
ফেলে এসেছিলাম
তার আপাত রুক্ষ বাগিচায়
ফুলগুলো আজ দীর্ঘাঙ্গী
তার মন খারাপের সঙ্গী।
***



