ইকবাল রাশেদীন এর দু’টি কবিতা

16 Jun 2022, 02:30 PM
ইকবাল রাশেদীন এর দু’টি কবিতা
অলোক স্তন
প্রথম দৃশ্যেরা ঝরে পড়া পাতার মতোন
ভাসতেই থাকে অনন্তকাল। একটি সন্ধ্যা
যেভাবে অভ্র থেকে লাল তারপর আধাঁর
অনন্ত চাঁদের বাটি জোসনার মতো মিহিরঙ
কতো হাওয়া খেলা করে অন্দরে, কতো রাংচিতা
পৃষ্ঠা উল্টে দেয় পুকুরের জলে হাবেলি বাতাস
পাতাটি চার্চের পাশে
............
যাই
যাদের কাছ থেকে বিদায় নিতে চেয়েছি
তাদেরই দেখেছি খুব ব্যস্ততা
কাকে বলে যাবো – যাই?
আমাকে নিবিড় সঙ্গ দিয়েছিল যারা
তারা আয়নার দিকে ঝুঁকে গ্যাছে আজ
তবু সমুদ্রগামী মুখের দিকে চেয়ে আছে যারা
দুলে ওঠা কল্কেসুন্দা মেঘের ফুরুস
ব্যথা দেয়া কন্টিকারি পর্যটক বাতাস
চোখে আনন্দ দিয়েছিলো রুখু এক নারীর মুখ
– চলে যাচ্ছি, যাই
............
লেখক: কবি ও নাট্যকার, ঢাকা, বাংলাদেশ



