অনুব্রতা গুপ্ত-র দু’টি কবিতা

27 Dec 2020, 12:15 PM
অনুব্রতা গুপ্ত-র দু’টি কবিতা
পরিচারিকা
চোখ নীচু হয়।
একটা 'ৎ' ঝুলে থাকে গাড়ি বারান্দায়।
মা'য়ের শাড়ির মতো...
রেবেকা'দি আসে। বিজন মাস্টারের পরিচারিকা।
ওদের চা খাওয়ার দৃশ্যে একটা পাখি এসে বসে।
বিজন মাস্টারের হুইলচেয়ার ঠেলে পাহাড়ে উঠে আসে রেবেকা'দি।
চি'ৎ'কার করে বলে-
"মাস্টার, বিয়ে করবেন তো?"
একটা 'ৎ' ঝুলে পড়ে রেবেকাদির গলায়...
……………………………………….
তোমাকে লাবণ্যময়ী
ম্যাজিকের ঈশ্বরী জানে-
সুমেদুর শিলালিপি গায়ে, হেঁটে গেছে কবিতার লোক...
হেঁটে গেছে কবুতর প্রাণ।
তোমাকে চিনতে পারিনি। লাবণ্যময়ী!
এই দ্যাখো হাতে যত রেখা-
সোনামুখী ছোট ছোট ঘাম, মরে গেছে কবিতার লোক...
লাবণ্যময়ী?
প্রেম আর বিষাদী অধর,
কবিতার মতো...
হেঁটে গেছে কবিতার লোক, সুমেদুর শিলালিপি গায়ে..
ম্যাজিকের ঈশ্বরী জানে-
…………………
অলঙ্করণ: উপালী উপাধ্যায়

